#নয়াদিল্লি: এবার আগুন লাগল দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ (এইমস) (Delhi AIIMS)। আজ বুধবার রাত ১০ টা ২২ মিনিট নাগাদ দিল্লি এইমসে হঠাৎই আগুন লেগে যায়। সূত্রের খবর এইমস-এর কনভার্সন বিল্ডিংয়ে ন-তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই সজাগ হয়ে যায় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন।
সূত্রের খবর, এই কনভার্সান বিল্ডিংয়ের ন'তলা মূলত একটি মাল্টিপারপাস ল্যাবোরেটরি হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটি অডিটরিয়ামও আছে,সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস নেওয়া হয়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও নিশ্চিত নয়। সর্বশেষ আপডেট পাওয়া পর্য়ন্ত কোনও হতাহতের খবরও এখনও পাওয়া যায়নি।
এই খবরটি সবেমাত্র ধরানো হয়েছে। বিস্তারিত আসছে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।