Fire Accident: রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! প্রাণ বাঁচাতে আতঙ্কে পাশের বিল্ডিং-এ লাফ মানুষের, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Fire Accident: ঘটনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মানুষ পাশের বিল্ডিংয়ে লাফিয়ে পড়ছেন, মিস না করে দেখুন সেই ভিডিও...
নয়াদিল্লি: পশ্চিম দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা। রাজৌরি গার্ডেনে একটি রেস্তোরাঁয় সোমবার ভয়াবহ আগুন লেগে যায়। কয়েকজন প্রাণ বাঁচাতে রেস্তোরাঁর ছাদ থেকে লাফ দেন বলে খবর।
রাজৌরি গার্ডেনের জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুন লাগার পরে, আতঙ্কিত শিক্ষার্থীরা পাশের একটি বিল্ডিংয়ের ছাদে লাফিয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, একজন সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১০টি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছিল।
advertisement
advertisement
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেছেন, “বেলা ২টা ১ মিনিটে রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ১০টি দমকল গাড়ি পাঠানো হয়। এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।”
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। ঘন ধোঁয়া এলাকাটিকে ঢেকে ফেলে, যার ফলে দোকানদার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় বিল্ডিংয়ের মধ্যে ২০ জনেরও বেশি মানুষ ছিলেন।
advertisement
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে ব্যর্থ! ভাই-এর দেহ ট্যাক্সিতে বেঁধে ১৯৫ কিমি পথ অতিক্রম মহিলার
এক দোকানদার ঘনশ্যাম আগরওয়াল জানিয়েছেন, “বেলা প্রায় ২টা নাগাদ আমরা জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া বের হতে দেখি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিই। ২৫ জনেরও বেশি মানুষ পাশের বিল্ডিংয়ের ছাদে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান।”
advertisement
VIDEO | People jump off to the roof of a neighbouring building after a fire broke out at Jungle Jamboree restaurant in Delhi’s Rajouri Garden earlier today. pic.twitter.com/sdfwDxnCnc
— Press Trust of India (@PTI_News) December 9, 2024
দিল্লি পুলিশ জানিয়েছে, বিল্ডিং-এর নীচে বেশ কয়েকটি দোকান, জঙ্গল জাম্বোরি নামে একটি রেস্তোরাঁ ছিল। অন্য একটি তলায় এমএএসি রাজৌরি নামের একটি ইনস্টিটিউট রয়েছে।
advertisement
ঘটনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মানুষ পাশের বিল্ডিংয়ে লাফিয়ে পড়ছেন। পুলিশ জানিয়েছে, সমস্ত মালিককে অনুরোধ করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ব্যক্তির হিসাব দিতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 8:00 PM IST