ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ায় বজরং দলের বিরুদ্ধে FIR
Last Updated:
সম্প্রতি বজরং দলের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷ বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷ IPC ১৫৩- এ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷
#অযোধ্যা: সম্প্রতি বজরং দলের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করার অভিযোগে বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এনসিপি নেতা মাজিদ মেমন জানান, ‘বজরং দল পরিচালিত কিছু স্কুলে আয়োজিত শিবিরে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা ঠিক নয় ৷ এই কার্যকলাপ অপরাধমূলক বা বেআইনি ৷ রাজ্যপাল রাম নাইক যে ভাবে তাদের সমর্থন জানিয়েছেন তা ঠিক নয় ৷ তবে আমি খুশি যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ’
advertisement
কংগ্রেস নেতা রীতা বাহুগুনা জানিয়েছেন, ‘যে কোনও কাজ যা ধর্মনিরপক্ষতার আর্দশের পরিপন্থী তা সব সময় নিন্দেজনক ৷ প্রশাসনের এই বিষয়ে অনেক আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল ৷ ’
advertisement
অন্যদিকে অবশ্য বজরং দলের মুখপাত্র জানিয়েছেন যে তারা কোনও ভুল কাজ করেনি ৷ তিনি আরও বলেন, ‘আমরা পুরো বিষয়টির তদন্ত করব ৷ এবং আইনজীবির সাহায্য নেব ৷ বজরং দল কোনও ভুল করেনি ৷ ’
advertisement
বজরং দলের শিবিরে লাঠি, তলোয়ার ও রাইফেলধারী ক্যাডারদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নাইক বজরং দলের সাফাই দিয়ে জানান, ওই অস্ত্র প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য ছিল আত্মরক্ষা।
Location :
First Published :
May 25, 2016 1:49 PM IST