ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ায় বজরং দলের বিরুদ্ধে FIR

Last Updated:

সম্প্রতি বজরং দলের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷ বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷ IPC ১৫৩- এ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷

#অযোধ্যা: সম্প্রতি বজরং দলের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷  ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করার অভিযোগে বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় দক্ষিণপন্থী সংগঠন বজরং দলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এনসিপি নেতা মাজিদ মেমন জানান, ‘বজরং দল পরিচালিত কিছু স্কুলে আয়োজিত শিবিরে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা ঠিক নয় ৷ এই কার্যকলাপ অপরাধমূলক বা বেআইনি ৷  রাজ্যপাল রাম নাইক যে ভাবে তাদের সমর্থন জানিয়েছেন তা ঠিক নয় ৷ তবে আমি খুশি যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ’
advertisement
কংগ্রেস নেতা রীতা বাহুগুনা জানিয়েছেন, ‘যে কোনও কাজ যা ধর্মনিরপক্ষতার আর্দশের পরিপন্থী তা সব সময় নিন্দেজনক ৷ প্রশাসনের এই বিষয়ে অনেক আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল ৷ ’
advertisement
অন্যদিকে অবশ্য বজরং দলের মুখপাত্র জানিয়েছেন যে তারা কোনও ভুল কাজ করেনি ৷ তিনি আরও বলেন, ‘আমরা পুরো বিষয়টির তদন্ত করব ৷ এবং আইনজীবির সাহায্য নেব ৷ বজরং দল কোনও ভুল করেনি ৷ ’
advertisement
বজরং দলের শিবিরে লাঠি, তলোয়ার ও রাইফেলধারী ক্যাডারদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নাইক বজরং দলের সাফাই দিয়ে জানান, ওই অস্ত্র প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য ছিল  আত্মরক্ষা।
বাংলা খবর/ খবর/দেশ/
ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ায় বজরং দলের বিরুদ্ধে FIR
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement