ঋণ শোধ করতে না পারায় ধর্ষণ! পুলিশে অভিযোগ জানালে ছুরির কোপ নির্যাতিতাকে, গুজরাটের ঘটনায় চাঞ্চল্য
- Published by:Anulekha Kar
Last Updated:
ধর্ষণের সময়ে নির্যাতিতার ভিডিও করা হয় বলেও অভিযোগ উঠেছে।
#রাজকোট: গুজরাটে চাঞ্চল্যকর ঘটনা। ঋণ শোধ করতে না পারায় অটো রিকসা চালকের স্ত্রীকে ধর্ষণ করল এক দল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। ধর্ষণের সময়ে নির্যাতিতার ভিডিও করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় পুলিশে অভিযোগ জানালে নির্যাতিতা ও তাঁর স্বামীকে ছুড়ি দিয়েও আঘাত করে অভিযুক্তরা।
নির্যাতিতার বয়ান অনুযায়ী জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী এই বছরের ফেব্রুয়ারিতে অজিত সিং চাভদা নামে এক প্রাইভেট ফাইন্যান্সারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় চাভদা তাকে সুদ হিসাবে প্রতিদিন ১ হাজার ৫০০ টাকা দিতে জোর করে।
advertisement
advertisement
নির্যাতিতা আরও জানান, তাঁর স্বামী সুদ দিতে ব্যর্থ হওয়ায় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে চাভদা তার ২ সঙ্গী। শুধু তাই নয় তাকে জোর করে একটি মন্দিরে নিয়ে গিয়ে কপালে সিঁদুর পরিয়ে দেয় অভিযুক্ত। এরপর অভিযুক্তরা একাধিকবার নির্যাতিতার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে।
advertisement
রাজকোট তালুকা পুলিশ তার অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করায় আদালতে যেতে বাধ্য হন নির্যাতিতা। পরে পুলিশকে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেয় আদালত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 11:23 AM IST