বাজেট প্রস্তুতি শুরু করলেন নির্মলা সীতারমন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
আগামী শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাজ্যের তরফে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : বাজেটের প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় সরকার। আগামী শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাজ্যের তরফে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আজ, সোমবার দু'দফা বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুটি বৈঠকই হয় জলবায়ু পরিবর্তন এবং পরিকাঠামো বিশেষজ্ঞদের সঙ্গে। সকালে প্রথম বৈঠক হয়। দুপুরে আরেকটি বিশেষজ্ঞ দলের বৈঠক করেন তিনি। অর্থমন্ত্রকের তরফে টুইট করে বৈঠকের খবর জানানো হয়েছে। অর্থমন্ত্রকের তরফে টুইটারে লেখা হয়েছে, " ২০২৩ সালের বাজেটের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তন এবং পরিকাঠামো বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী।" অর্থ মন্ত্রকের তরফে বৈঠকে জানানো হয়েছে, দুটি বৈঠকই হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী, এবং ডঃ ভাগবত কারাড, অর্থ সচিব ডঃ টিভি সোমনাথন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণ। সেই বৈঠকে বাজেটের প্রস্তুতি, প্রত্যাশা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
advertisement
বৃহস্পতিবার বিভিন্ন পরিষেবা ক্ষেত্র, ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। এছাড়াও সেদিনই সামাজিক ক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, জল এবং নিকাশি ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রীর কী বলেন, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মত বিরোধী শাসিত রাজ্যগুলি কী দাবি জানায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে রাজ্যের উন্নয়ন আটকে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মত প্রকল্পগুলোতে দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে। এই সমস্ত প্রকল্প গুলিতে বরাদ্দ বৃদ্ধির দাবি তোলা হতে পারে কেন্দ্রের তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ এর ১ ফেব্রুয়ারি আগামী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদি সরকারের। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ভোট অন একাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 11:50 PM IST