Coronavirus News: দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ, নতুন আক্রান্তের সন্ধান দিল্লিতে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Delhi Detects first Omicron Affected: ভারতে করোনার ওমিক্রন (Omicron) প্রজাতিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ। নতুন করে এক আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে রাজধানী দিল্লিতে (Delhi Detects first Omicron Affected) ।
#নয়াদিল্লি: ভারতে করোনার ওমিক্রন (Omicron) প্রজাতিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ। নতুন করে এক আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে রাজধানী দিল্লিতে (Delhi Detects first Omicron Affected) । দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain) ঘোষণা করেছেন, দিল্লিতে প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তানজানিয়া (Tanzania) ফেরত ওই দিল্লির বাসিন্দাকে ভর্তি করা হয়েছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। পাশাপাশি মনে করা হচ্ছে, আরও কয়েকজন এই প্রজাতিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সেই কারণে মোট ১৬ জনকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।
সত্যেন্দ্র জৈন বলেছেন, "এখনও পর্যন্ত জয়প্রকাশ হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ১৭ জন করোনা আক্রান্ত, এ দের মধ্যে ১ ২ জনের জিনোম সিকোয়েন্সিং করা সম্ভব হয়েছে। এঁদের মধ্যে এক জনের শরীরে ওমিক্রন প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের বিমান পরিষেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। করোনা আক্রান্ত দেশগুলির সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা উচিত।" এর আগে কর্ণাটক, গুজরাত ও মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।
advertisement
advertisement
প্রথামিক ভাবে দক্ষিণ আফ্রিকা থেকে কেপটাউন থেকে দুবাই হয়ে মহারাষ্ট্রে ফিরেছিলেন এক ব্যক্তি। শনিবার তাঁর শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে। তার আগে কর্ণাটকের বেঙ্গালুরুতে দু'জন আক্রান্তের সন্ধান পাওয়া যায়, আক্রান্তের সন্ধান মেলে গুজরাতেও।গুজরাতের জামনগরের বাসিন্দা ফিরেছিলেন জিম্বাবোয়ে থেকে, তাঁর শরীরে ওমিক্রনের সন্ধান পান চিকিৎসকরা। সেই নিয়ে আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে। কিন্তু প্রথম সংক্রমণ পাওয়ার পর কিছুটা ব্যবধান থাকলেও শেষ দুদিনে তিন রাজ্য থেকে ক্রমাগত একে পর এক সংক্রমণের খবর এসেছে, যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ঘোষণা করেছিল, ওমিক্রন নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত সারা পৃথিবীতেই ওমিক্রন আক্রান্ত কোনও রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে হু এর আশঙ্কা ইউরোপের অর্ধেক করোনা আক্রান্তের শরীরের ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন প্রজাতি। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, এই প্রজাতির কারণে কী কী নতুন ধরনের উপসর্গ দেখা যেতে পারে, কতটা কাজ করছে টিকা, এ সব গবেষণালব্ধ তথ্য পেতে আরও কিছুদিন সময় লাগবে, সেক্ষেত্রে লড়াইয়ের প্রথম ধাপে সতর্ক থাকতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 12:36 PM IST