ISRO Gananyaan Mission: যন্ত্রমানবীর নাম ব্যোমমিত্রা! গগনযান প্রকল্পে মহাকাশে রোবট পাঠাতে চলেছে ভারত

Last Updated:

ISRO Gananyaan Mission: এই অভিযানের মাধ্যমেই ভারত প্রথম বার মানুষ পাঠাতে চলেছে মহাশূন্যে

গগনযান মিশনে রোবট ‘ব্যোমমিত্রা’-কে পাঠানো হবে মহাকাশে
গগনযান মিশনে রোবট ‘ব্যোমমিত্রা’-কে পাঠানো হবে মহাকাশে
নয়াদিল্লি: চন্দ্রযান ৩-এর সাফল্যের আমেজে এখনও বুঁদ দেশবাসী। সেই সাফল্য এবং উদযাপনের রেশ ধরেই একের পর এক আগামী মহাকাশ অভিযানের প্রকল্পের কথা প্রকাশ্যে আসছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং শনিবার ঘোষণা করেন এ বার গগনযান মিশনে রোবট ‘ব্যোমমিত্রা’-কে পাঠানো হবে মহাকাশে। প্রসঙ্গত এই অভিযানের মাধ্যমেই ভারত প্রথম বার মানুষ পাঠাতে চলেছে মহাশূন্যে। এদিন মন্ত্রী জিতেন্দ্র বলেন ‘‘গগনযান প্রকল্পে অতিমারির কারণে দেরি হয়েছে। এখন আমরা অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রথম ট্রায়াল মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। মহাশূন্যে মহাকাশচারীদের পাঠানোর পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হল তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনাও।’’
মন্ত্রী জানান, গগনযান মিশনের দ্বিতীয় ধাপে রোবট পাঠানোর পরিকল্পনা আছে। মানবী হিসেবে ভাবা হয়েছে যেই যন্ত্রকে। এবং মহাকাশে যে মানুষের মতো আচরণই করবে এই যন্ত্রমানবী। সংস্কৃতে ব্যোম শব্দের অর্থ মহাশূন্য  এবং মিত্রা হল বান্ধবী। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে এই লক্ষ্যে এগনো যাবে বলে মত জিতেন্দ্রর।
advertisement
advertisement
২০২৫ সালে গগনযান অভিযানের চূড়ান্ত পর্যায়ে ভারত থেকে মহাকাশচারীদের যাওয়ার কথা মহাশূন্যে। তার আগে দু’টি মানববিহীন অভিযান হবে। সেখানেই থাকবে ‘ব্যোমমিত্রা’।
যদি সম্পূর্ণ গগনযান প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত মহাকাশে মানুষ পাঠানোর স্বীকৃতি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISRO Gananyaan Mission: যন্ত্রমানবীর নাম ব্যোমমিত্রা! গগনযান প্রকল্পে মহাকাশে রোবট পাঠাতে চলেছে ভারত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement