টানতে টানতে কিং কোবরা পুকুরে ফেললেন ঠাকুমা! এই ভিডিও দেখলে চমকে যাবেন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার সকালে পোস্ট হওয়ার পর থেকে এই ভিডিওটি ভিউ হয়েছে ৭ হাজারের বেশি
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পশু ও মানু্ষের সম্পর্ক, দ্বন্দ্বের নানারকম ভিডিও। সেখানে মানুষের সাহসের প্রমাণও মেলে। কিন্তু এই ভাইরাল ভিডিওয় যা দেখা গিয়েছে, তা দেখলেই হাড়হিম হয়ে যাবে। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধা অবললীলায় হাতে সাপের ল্যাজের দিক ধরে নিয়ে চলেছেন। আর কিছুদূর গিয়ে বসতি এলাকায় ঢুকে পড়া বিষাক্ত কোবরাটিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তিনি।
Grandma that’s not the way to treat a COBRA pic.twitter.com/RkQg8gdBQk
— Susanta Nanda IFS (@susantananda3) May 26, 2020
advertisement
ট্যুইটারে সেই ভিডিওটিই শেয়ার করেছেন ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। তিনিই লিখেছেন, এটি কোবরা।
Wow, admire Granny's guts!
— Adite Banerjie (@adite) May 26, 2020
advertisement
আর ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে বিষাক্ত কোবরা কেউ হাতে ধরে ছুঁড়ে ফেলে দিতে পারে, তা দেখেই শিউরে উঠছেন নেটিজেনরা।
Looks like a village in Gujarat. Based on the comment from the kid, probably from Saurashtra.
— #StayAtHome Pranav પ્રણવ (@porbandar123) May 26, 2020
advertisement
মঙ্গলবার সকালে পোস্ট হওয়ার পর থেকে এই ভিডিওটি ভিউ হয়েছে ৭ হাজারের বেশি। সকলেই বলছেন, সত্যি, সাহস আছে বটে ঠাকুমার। কেউ কেউ আবার এটিকে এডিট করা ভিডিও ফুটেজ বলেও দাবি করেছেন। কিন্তু সত্যিই যদি ঠাকুমা এই কাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তাঁকে বাহবা দিতে হয় বৈকি!
Location :
First Published :
May 26, 2020 2:23 PM IST