৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ, কাশ্মীরে আটক ফারুক আবদুল্লার মেয়ে-বোন সহ একাধিক মহিলা
Last Updated:
ওই প্রতিবাদকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন ফারুক আবদুল্লার বোন সুরাইয়া ও মেয়ে সাফিয়া৷ তাঁরা হাতে কালো ব্যাজ পরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করছিলেন৷
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন ও মেয়েকে আটক করল পুলিশ৷ একই সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকজন মহিলা প্রতিবাদকারীকে৷
Srinagar: Farooq Abdullah's sister Suraiya and daughter Safiya detained during a protest against abrogation of #Article370 https://t.co/E28i4c96zu pic.twitter.com/oAbrIiC3Rs
— ANI (@ANI) October 15, 2019
advertisement
ওই প্রতিবাদকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন ফারুক আবদুল্লার বোন সুরাইয়া ও মেয়ে সাফিয়া৷ তাঁরা হাতে কালো ব্যাজ পরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করছিলেন৷ পুলিশ তাঁদের ঘিরে ফেলে৷ এবং বলে, শান্তিপূর্ণ ভাবে মিছিল বন্ধ করতে৷ পুলিশের কথা অগ্রাহ্য করেই ওঁরা রাস্তাতেই বিক্ষোভে বসে পড়েন৷
advertisement
এরপরই তাঁদের আটক করে মহিলা পুলিশ৷ ন্যাশনাল কনফারেন্সের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় সংবাদমাধ্যমগুলি মানুষকে বিভ্রান্ত করছে কাশ্মীর নিয়ে৷ ভুল ও মিথ্যে খবর প্রচার করছে৷ কাশ্মীরে ঠিক পরিস্থিতি, তা মানুষকে জানানো হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2019 3:00 PM IST