Kisan Andolan: ৩টি শর্তে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি কৃষকরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷
#নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ একাধিকবার কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কৃষকরা বৈঠক করা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছনা যায়নি ৷ কেন্দ্রের তরফে সংশোধনের প্রস্তাব পাঠানো হলেও তা মানতে নারাজ কৃষকরা ৷ তাঁদের দাবি তিনটি বিল সংশোধন নয় প্রত্যাহার করতে হবে সরকারকে ৷
সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷ অন্যদিকে সোমবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য আগামী তারিখ ঠিক করার জন্য সরকার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷
কৃষকরা এই আন্দোলন থেকে সহজে পিছু হটবে না বলেই মনে করা হচ্ছে ৷ সোমবার একদিনের জন্য কৃষকরা অনশন - ধর্মঘট করেছিলেন ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী তোমার জানিয়েছেন, ‘বৈঠক হবে নিশ্চিত ৷ আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগে রয়েছি ৷’ সরকার যে কোনও সময় বৈঠক করার জন্য তৈরি রয়েছে ৷ কৃষক নেতাদের জানাতে হবে তাঁরা কখন বৈঠক করতে রাজি রয়েছেন ৷ এখনও পর্যন্ত কৃষকদের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে কেন্দ্র ৷
কৃষক সংগঠন AIKSCC এর তরফে জানানো হয়েছে যে বেশ কিছু শর্তের সঙ্গে তারা কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি রয়েছেন ৷ পঞ্জাবের বেশির ভাগ কৃষকরা এই তিনটি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করার আগে তিনটি শর্ত অবশ্যই মানতে হবে ৷
advertisement
১) পুরনো প্রস্তাব যা কৃষক সংগঠন খারিজ করে দিয়েছে তার উপরে কোনও আলোচনা হবে না ৷
২) সরকারকে নতুন এজেন্ডা তৈরি করতে হবে ৷
৩) আলোচনা কৃষি আইন প্রত্যাহার করার উপর হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 7:38 AM IST