Kisan Andolan: ৩টি শর্তে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি কৃষকরা

Last Updated:

সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷

#নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ একাধিকবার কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কৃষকরা বৈঠক করা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছনা যায়নি ৷ কেন্দ্রের তরফে সংশোধনের প্রস্তাব পাঠানো হলেও তা মানতে নারাজ কৃষকরা ৷ তাঁদের দাবি তিনটি বিল সংশোধন নয় প্রত্যাহার করতে হবে সরকারকে ৷
সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷ অন্যদিকে সোমবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য আগামী তারিখ ঠিক করার জন্য সরকার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷
কৃষকরা এই আন্দোলন থেকে সহজে পিছু হটবে না বলেই মনে করা হচ্ছে ৷ সোমবার একদিনের জন্য কৃষকরা অনশন - ধর্মঘট করেছিলেন ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী তোমার জানিয়েছেন, ‘বৈঠক হবে নিশ্চিত ৷ আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগে রয়েছি ৷’ সরকার যে কোনও সময় বৈঠক করার জন্য তৈরি রয়েছে ৷ কৃষক নেতাদের জানাতে হবে তাঁরা কখন বৈঠক করতে রাজি রয়েছেন ৷ এখনও পর্যন্ত কৃষকদের  সঙ্গে পাঁচটি বৈঠক করেছে কেন্দ্র ৷
কৃষক সংগঠন AIKSCC এর তরফে জানানো হয়েছে যে বেশ কিছু শর্তের সঙ্গে তারা কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি রয়েছেন ৷ পঞ্জাবের বেশির ভাগ কৃষকরা এই তিনটি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করার আগে তিনটি শর্ত অবশ্যই মানতে হবে ৷
advertisement
১) পুরনো প্রস্তাব যা কৃষক সংগঠন খারিজ করে দিয়েছে তার উপরে কোনও আলোচনা হবে না ৷
২) সরকারকে নতুন এজেন্ডা তৈরি করতে হবে ৷
৩) আলোচনা কৃষি আইন প্রত্যাহার করার উপর হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kisan Andolan: ৩টি শর্তে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি কৃষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement