এ বার 'রেল রোকো'! তীব্র আন্দোলনের পথে পঞ্জাবের কৃষকরা

Last Updated:

অন্যদিকে আরও একটি কৃষক সংগঠন ২৫ সেপ্টেম্বর থেকে বন্‍‌ধের ডাক দিয়েছে৷ হরিয়ানার কৃষকরাও এই আন্দোলনে সামিল হয়েছেন৷

#চণ্ডীগড়: কৃষক বিলের প্রতিবাদে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার থেকে তিনদিনের 'রেল রোকো' কর্মসূচি শুরু করলেন পঞ্জাবের কৃষকরা৷ ইতিমধ্যেই কৃষি বিল পাশ হয়ে গিয়েছে সংসদে৷ এখন শুধু বাকি রাষ্ট্রপতির স্বাক্ষর৷ ইতিমধ্যেই কংগ্রেস সহ বিরোধী দল ও এনডিএ-র সঙ্গী অকালি দল রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে, ওই বিলে স্বাক্ষর যেন না করেন৷
গত সপ্তাহেই কৃষি মজদুর সংঘর্ষ কমিটির জেনারেল সেক্রেটারি শরওয়ান সিং পান্ধের জানিয়েছিলেন, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর রেল রোকো কর্মসূচি করা হবে৷ সব কৃষক ওই প্রতিবাদে যোগ দেবেন৷ কৃষকরা এই বিল মানবে না৷
অন্যদিকে আরও একটি কৃষক সংগঠন ২৫ সেপ্টেম্বর থেকে বন্‍‌ধের ডাক দিয়েছে৷ হরিয়ানার কৃষকরাও এই আন্দোলনে সামিল হয়েছেন৷
advertisement
ইতিমধ্যেই গত রবিবার রাজ্যসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে ৮ জন সাংসদকে৷ কৃষি বিল নিয়ে হাঙ্গামার জেরেই সাসপেন্ড হন ৮ সাংসদ ৷ ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক নিগ্রহ করা হয় ৷ এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর ৷
advertisement
প্রতিবাদে সরব চাষিরা জানাচ্ছেন, এই তিন বিলের ফলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষীগত হয়ে যাবে৷ আর্থিক ভাবে বিপর্যয়ের মুখে পড়বে চাষিরা৷
অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির জাতীয় আহ্বায়ক ভিএম সিংয়ের কথায়, 'আমরা দেশজুড়ে সব কৃষককে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দিয়েছি৷ সরকার দাবি করছে, এই বিলের জন্য কৃষকরা খুশি, কিন্তু আসলে আমরা ভয়ে রয়েছি, এখন যা-ও বা একটু নূন্যতম সহায়ক মূল্য পাই, এবার তাও জুটবে না৷ কৃষি ব্যবস্থাটাই কর্পোরেটদের হাতে চলে যাবে৷'
advertisement
বিলের স্বপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য, এই বিলগুলি ঐতিহাসিক৷ দেশের কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের জন্য অত্যন্ত জরুরি এই বিলগুলি৷ বিরোধীদের একহাত নিয়ে মোদি বলেন, নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে বলে কিছু মানুষ ভয় পাচ্ছে৷ তাই কৃষকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করার চেষ্টা করছে৷
মোদির কথায়, 'কৃষি ক্ষেত্রে এই ঐতিহাসিক পরিবর্তনে কিছু মানুষ ভয় পাচ্ছেন, ক্ষমতা হাতের বাইরে চলে যাবে৷ তাই ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে চাষিদের ভুল পথে চালিত করছে৷'
advertisement
কৃষি মণ্ডি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ৫-৬ বছরে, সরকার ক্রমাগত চেষ্টা করেছে কৃষি মণ্ডিকে আরও উন্নত ও অত্যাধুনিক করার৷ তার জন্য কম্পিউটারাইজেশন করা হয়েছে মণ্ডিগুলির৷ যারা বলছে, কৃষি ক্ষেত্রে নয়া সংস্কারে কৃষি মণ্ডিগুলি বিপদের মুখে পড়বে, তারা কৃষকদের মিথ্যে কথা বলছে৷ কৃষকদের হাত বাঁধা৷ তাই কৃষকদের দুর্বলতার সুযোগ নেয় কিছু স্বার্থন্বেষী মানুষ৷ তাই এই বিল আনা জরুরি ছিল৷'
বাংলা খবর/ খবর/দেশ/
এ বার 'রেল রোকো'! তীব্র আন্দোলনের পথে পঞ্জাবের কৃষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement