ঘুষ দিতে না পেরে, রাজস্ব আধিকারিকের গাড়িতে বলদ বেঁধে দিলেন কৃষক

Last Updated:
#ভোপাল: এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন এক রাজস্ব আধিকারিক ৷ কিন্তু সেই কৃষক প্রথম দফায় ৫০ হাজার টাকা অবধি দিয়েছিলেন ওই আধিকারিককে ৷ কিন্তু বাকি ৫০ হাজার টাকা কিছুতেই জোগার করে উঠতে পারছিলেন না।
সে কথা বারংবার তিনি ওই রাজস্ব আধিকারিককে জানিয়েছিলেন ৷ তবে কোনও লাভ হয়নি ৷ বাকি টাকা না পেলে তিনি কিছুতেই জমি কৃষকের নামে করবেন না বলে জানিয়েছিলেন। টাকা না জোগার করতে পেরে নিজের চাষের বলদটাই রাজস্ব আধিকারিককে নিয়ে নিতে বলেছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায়।
রাগের চোটে শেষে নিজের চাষের বলদটাই রাজস্ব আধিকারিকের গাড়ির সঙ্গে বেঁধে দেন ওই কৃষক। স্থানীয় সংবাদ মাধ্যমে খবরটা দেখে টনক নড়ে এসডিএমের। বলদেবগড়ের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বন্দনা রাজপুত অভিযুক্ত রাজস্ব আধিকারিক নায়াব তহশিলদারের সঙ্গে যোগাযোগ করেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুষ দিতে না পেরে, রাজস্ব আধিকারিকের গাড়িতে বলদ বেঁধে দিলেন কৃষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement