Panna Diamond: সুপ্রসন্ন ভাগ্যলক্ষ্মী! ২ বছরে ৬ বার বহুমূল্য হিরে খুঁজে পেলেন কৃষক

Last Updated:

উৎকৃষ্ট মানের হিরে (diamond) খুঁজে পেলেন কৃষক ৷ এই ঘটনা মধ্যপ্রদেশের পান্না (Panna ) জেলার ৷

পান্না : ২ বছরে ৬ বার ! উৎকৃষ্ট মানের হিরে (diamond) খুঁজে পেলেন কৃষক ৷ এই ঘটনা মধ্যপ্রদেশের পান্না (Panna ) জেলার ৷ লিজ নেওয়া সরকারি জমিতে হীরকপ্রাপ্তি হল তাঁর ৷ এ বার যে হিরের টুকরো পেয়েছেন তার ওজন ৬.৪৭ ক্যারাট ৷
সৌভাগ্যবান হীরকপুরুষের নাম প্রকাশ মজুমদার ৷ পান্না জেলার জারুয়াপুর গ্রামের হিরের খনি এলাকা থেকে শুক্রবার তিনি হিরেটি পেয়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত ডায়মন্ড অফিসার নূতন জৈন জানান ৷ খুব শীঘ্রই ৬.৪৭ ক্যারাটের ওই হিরে নিলামে তোলা হবে ৷ সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত হবে এর দাম ৷
প্রকাশ জানিয়েছেন, ‘‘আমরা মোট ৫ জন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হিরে অনুসন্ধান করছি ৷ ৬.৪৭ ক্যারাটের যে হিরে পেয়েছি, সেটা আমরা সরকারের হিরে অফিসে জমা দিয়েছি ৷’’ যা টাকা পাওয়া যাবে নিলামে, তা সমানভাগে পাঁচজনের মধ্যে ভাগ করা হবে বলে জানিয়েছেন প্রকাশ ৷
advertisement
advertisement
গত বছর প্রকাশ পেয়েছিলেন একটি ৭.৪৪ ক্যারাটের হিরে ৷ পাশাপাশি গত ২ বছরে তিনি আরও চারটি হীরকখণ্ড পেয়েছেন যেগুলির ওজন ২ থেকে ২.৫ ক্যারাট ৷
সরকারের তরফে বলা হয়েছে, না কাটা হিরেটি সব নিয়ম মেনে নিলামে তোলা হবে ৷ তার পর সরকারের রয়্যালটি এবং কর বাদ দিয়ে বাকি টাকা ওই কৃষককে দিয়ে দেওয়া হবে ৷ মনে করা হচ্ছে নিলামে এর দাম উঠতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা ৷
advertisement
বিশেষজ্ঞদের ধারণা, পান্না জেলায় ভূগর্ভে লুকিয়ে আছে প্রায় ১২ লক্ষ ক্যারাটের হিরে ৷ পান্না ডায়মন্ড রিজার্ভ এলাকায় জমির কিছু কিছু অংশ সরকারের তরফে লিজ দেওয়া হয় স্থানীয় কৃষক ও শ্রমিকদের ৷ তাঁরা খনন করে হিরে পেলে নিয়মমাফিক তা জমা করে দেন জেলার খনি আধিকারিককে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Panna Diamond: সুপ্রসন্ন ভাগ্যলক্ষ্মী! ২ বছরে ৬ বার বহুমূল্য হিরে খুঁজে পেলেন কৃষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement