কৃষক বিলে ফুটছে জাতীয় রাজনীতি ! ‘শ্রমিক শোষণ’- প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল-প্রিয়াঙ্কার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা। দেশ জুড়ে ক্ষোভ। ভারত বনধ। আক্রমণাত্মক বিরোধীরা। এ সব সামাল দিতে বিজেপির ঢাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#নয়াদিল্লি: কৃষক বিলের বিরোধিতায় ভারত বনধ। রাজনীতিও উত্তাল। একেবারে মুখোমুখি সংঘাত। একদিকে রাহুল-প্রিয়াঙ্কা। আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা। দেশ জুড়ে ক্ষোভ। ভারত বনধ। আক্রমণাত্মক বিরোধীরা। এ সব সামাল দিতে বিজেপির ঢাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার, জনসংঘের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের ১০৪ বছরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফের প্রধানমন্ত্রী বিলের পক্ষে সুর চড়ান। নিশানা করেন বিরোধীদের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, ‘বিরোধীরা ভুল বোঝাচ্ছেন’ ৷ মিথ্যে বলে এত দিন কৃষকদের পাওনা থেকে বঞ্চিত করে রেখেছিলেন যাঁরা, তাঁরাই এখন কৃষকদের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছেন। সরকারি নীতি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। করের বোঝা বাড়লেও, এত দিন কৃষকদের আয় বাড়েনি। বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারই তাঁদের কথা ভেবেছে। আগের চেয়ে দেড়গুণ বেশি সহায়ক মূল্য তুলে দিয়েছেন তাঁদের হাতে। ব্যাঙ্কের সঙ্গে কৃষকদের সরাসরি সংযোগ স্থাপন করায় সচেষ্ট হয়েছে সরকার।
advertisement
advertisement
सरकार ने किसानों के कल्याण के लिए निरंतर प्रयास किए, इसके बाद भी हाल ही में संसद में पारित कृषि विधेयक उनके लिए क्यों जरूरी हो गए थे। इस बारे में कृषि मंत्री @nstomar जी ने विस्तार से बताया है। इसे हर किसी को जरूर देखना और सुनना चाहिए-https://t.co/2QzutG9A3T
— Narendra Modi (@narendramodi) September 25, 2020
advertisement
বিরোধীরা অবশ্য এতে থামছে না। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে ভাই-বোন। রাহুল-প্রিয়ঙ্কা। রাহুল ট্যুইটারে লিখেছেন, ভুল জিএসটি নীতি মাছারি, ছোট ও ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করেছে। নয়া কৃষি আইন কৃষকদের দাসে পরিণত করবে ৷ প্রিয়াঙ্কার সুর আরও চড়া। ট্যুইটে তাঁর দাবি, কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা কেড়ে নেওয়া হবে। চুক্তি চাষ করিয়ে কৃষকদের চাকরে পরিণত হতে বাধ্য করা হবে। কৃষক দামও পাবেন না। সম্মানও নয়। কৃষক নিজের জমিতেই মজদুরে পরিণত হবে। বিজেপির কৃষি বিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মনে করিয়ে দিচ্ছে। আমরা এই অন্যায় হতে দেব না।
advertisement
किसानों से MSP छीन ली जाएगी। उन्हें कांट्रेक्ट फार्मिंग के जरिए खरबपतियों का गुलाम बनने पर मजबूर किया जाएगा।
न दाम मिलेगा, न सम्मान। किसान अपने ही खेत पर मजदूर बन जाएगा। भाजपा का कृषि बिल ईस्ट इंडिया कम्पनी राज की याद दिलाता है। हम ये अन्याय नहीं होने देंगे।#BharatBandh — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 25, 2020
advertisement
বিরোধীরা চাইছে মোদি সরকারের গায়ে কৃষক বিরোধী তকমা সেঁটে দিতে। পালটা মোদি সরকার চাইছে নিজেদের কৃষক দরদী হিসেবে তুলে ধরতে। সংঘাত একেবারে চরমে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2020 3:56 PM IST