কেন হঠাৎ বিয়ের ১৩ বছরে প্রথম ঘুরতে গেলেন তাঁরা! দিল্লির জ্বলন্ত গাড়ির ঘটনায় সন্দেহের তীর স্বামীর দিকে
Last Updated:
লাল বাহাদুর শাস্ত্রী মর্গে অঞ্জনা ও তাঁর দুই মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: কেন হঠাৎ সে দিনই ঘুরতে বেড়িয়েছিলেন তাঁরা ৷ তাও আবার বিয়ের ১৩ বছর পর প্রথমবারের জন্য ৷ তা হলে কি আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল ?
রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে দিল্লির অক্ষরধাম ফ্লাইওভারে ৷ দুই নাবালিকা মেয়েকে নিয়ে বন্ধ গাড়িকর মধ্যে জীবন্ত পুড়ে মারা যান মা ৷ পুলিশ জানিয়েছিল, রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ তিন মেয়েকে নিয়ে কালকাজি মন্দির দর্শন করে ফিরছিলেন অঞ্জনা ও উপেন্দ্র মিশ্র ৷ গাড়ি চালাচ্ছিলেন তার উপেন্দ্র ৷ হঠাৎ গাড়িতে আগুন ধরে যাওয়ায় সামনের সিটে বসে থাকা এক মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন উপেন্দ্র ৷ কিন্তু বাকি দুই মেয়ে ও স্ত্রীকে উদ্ধার করার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ বছরের অঞ্জনা মিশ্র, ১ বছরের নিক্কি ও ৬ বছরের মাহির ৷ বছর চারেকের সিদ্ধিকে নিয়ে বেঁচে যান উপেন্দ্র ৷
advertisement
কিন্তু এই ঘটনার পর থেকেই নানারকম প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন মিশ্রদের প্রতিবেশীরা ৷ অঞ্জনার বাপের বাড়ির তরফেও উপেন্দ্রকে কাগোড়ায় দাঁড় করানো হয়েছে ৷ অঞ্জনার এক কাজিন বিরাজ কিশোর জানিয়েছেন, এত বছরের বৈবাহিক জীবনে কখনও স্ত্রীকে নিয়ে কোথাও যায়নি উপেন্দ্র ৷ আর এটাই অস্বাভাবিক ঠেকছে সকলের কাছে ৷ শুধু তাই নয়, অঞ্জনার উপর যথেষ্ট শারীরিক ও মানসিক নির্যাতন চালাত উপেন্দ্র, বলেও দাবি করেছেন বিরাজ ৷ শুধু তাই নয়, পরপর তিন মেয়ে জন্মানোয় বারংবার অঞ্জনাকে খুনের হুমকিও দিতেন উপেন্দ্র ৷
advertisement
advertisement
লাল বাহাদুর শাস্ত্রী মর্গে অঞ্জনা ও তাঁর দুই মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ মর্গের সামনে দাঁড়িয়েই দীক্ষিত বলেন, ‘‘এটা সাধারণ দুর্ঘটনা বলে মেনে নিতে পারছি না ৷ অঞ্জনার জন্য ন্যায়বিচার চাই ৷
দেখুন আরও গ্যালারি
Location :
First Published :
March 12, 2019 9:53 AM IST