আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসলামপুরের নিহত দুই ছাত্রের পরিবারের

Last Updated:
#নয়াদিল্লি: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভে গুলিতে নিহত হন দুই ছাত্রের পরিবারের সদস্যরা দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। আজ সোমবার দিল্লি যাচ্ছেন নিহত ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সদস্যরা।
সম্প্রতি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে আসে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুল। ছাত্র বিক্ষোভে অশান্তিতে চলে গুলি। নিহত হন রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এই তরুণের। কিন্তু মিলান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের গুলিতে মৃত্যু হয়নি রাজেশ-তাপসের। দাঁড়িভিটের নিহত দুই ছাত্রের পরিবারকে নিয়ে দিল্লির যাচ্ছে বিজেপি। সঠিক তদন্ত ও বিচারের দাবিতে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে খবর।
advertisement
মানবাধিকার কমিশনেও নালিশ জানানোর কথা রয়েছে বলে খবর। এরপর তাঁরা যাবেন রাইসিনা হিলসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে।
advertisement
জানা গিয়েছে, ‘রাষ্ট্রপতির কাছে তাঁরা এই ঘটনার বিচার চাইবেন’-এমনটাই মন্তব্য করেছেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ অন্যদিকে, এই ঘটনার বিরোধিতা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘‘রাষ্ট্রপতির সম্মান সবার ঊর্ধ্বে ৷ যে কেউ দেখা করতেই পারেন ৷ তবে আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত ৷ রাজ্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে’’
advertisement
উল্লেখ্য, ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে প্রাক্তন ছাত্র খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। বৃহস্পতিবারই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নির্দেশে, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত জেলা পুলিশের কাছ থেকে সিআইডিকে দেওয়া হয়। এখনও এই ঘটনায় পুলিস কাউকেই গ্রেফতার করতে পারেনি। নিহত ছাত্রের পরিবার সহ গ্রামবাসীরা সকলেই দাবি তুলেছেন, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে রাজেশ সরকার ও তাপস বর্মনের। গুলিবিদ্ধ হয়ে এখনও হাসপাতালে চিকিত্সাধীন বিপ্লব সরকার নামে আরও এক ছাত্র।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসলামপুরের নিহত দুই ছাত্রের পরিবারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement