ঋণের ভার! নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা-বাবা-ছেলে-মেয়ে, দেখুন

Last Updated:

প্রবল বর্ষায় ফুঁসছে নদী৷ মুহূর্তে ভেসে যায় মা-বাবা ও ছেলে৷ কোনও ক্রমে বাঁচানো গিয়েছে মেয়েকে৷

#সোনারি: ঋণের ভারে জর্জরিত হয়ে নদীতে ঝাঁপ দিল একই পরিবারের ৪ জন৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অসমের সোনারিতে৷ মা-বাবা, ছেলে ও মেয়ে একসঙ্গে ঝাঁপ দেন নদীতে৷ প্রবল বর্ষায় ফুঁসছে নদী৷ মুহূর্তে ভেসে যায় মা-বাবা ও ছেলে৷ কোনও ক্রমে বাঁচানো গিয়েছে মেয়েকে৷
বাকিরা এখনও নিখোঁজ৷ ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ গোটা এলাকা৷ ওই পরিবারের আত্মীয়রা জানিয়েছেন, ঋণ বাড়তে বাড়তে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷ গোটা পরিবার আতঙ্কে থাকতেন রোজ৷ পাওনাদারদের অপমান সহ্য করতে হত প্রতিদিন৷ ব্যাঙ্কেও প্রচুর টাকা ঋণ৷ ব্যাঙ্কের লোকও রোজ আসত বাড়িতে৷
নদীতে যাঁরা নিখোঁজ, তাঁরা হলেন প্রদীপ পাল (৫০), সঙ্গীতা পাল (৪৫) ও তাঁদের ছেলে অভিক পাল (১৮)৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ঋণের ভার! নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা-বাবা-ছেলে-মেয়ে, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement