বাজারে ছড়াছড়ি নকল ২০০০ ও ৫০০ টাকার নোট, গ্রেফতার চক্রের অন্যতম পাণ্ডা
Last Updated:
সীমান্তের ওপার থেকে আসা নকল নোটে আপাতত বাধা সৃষ্টি করা গেলেও দেশের বেশ কয়েকটি প্রান্তে ইতিমধ্যেই রমরমিয়ে চলছে জাল নোটের র্যাকেট ৷
#লখনউ: কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ ৷ এর জেরে সীমান্তের ওপার থেকে আসা নকল নোটে আপাতত বাধা সৃষ্টি করা গেলেও দেশের বেশ কয়েকটি প্রান্তে ইতিমধ্যেই রমরমিয়ে চলছে জাল নোটের র্যাকেট ৷
উত্তরপ্রদেশ ক্রাইম ব্রাঞ্চের সম্প্রতি নকল নোট ছাপার একটি কারখানার হদিশ পায় ৷ হানা দিতেই হাতেনাতে ধরে ফেলে র্যাকেটের বেশ কয়েকজন সদস্যকে ৷ জানা গিয়েছে, জাল নোট-সহ র্যাকেটের দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই মহিলারা সম্পর্কে দুই বোন বলে জানা গিয়েছে৷
জেরায় জানা গিয়েছে, মহিলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের এক বন্ধু ৷ পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ওই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে৷ ২০০০ টাকার নোট স্ক্যান করে জাল নোট তৈরি করার কাজ করতো এই র্যাকেট ৷ ধৃতরা হলেন মহম্মদ খালিদ, রীতু ত্রিপাঠি ও বিনীতা পাণ্ডে ৷ ৫০০ ও ২০০০ টাকার নকস নোটের ২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷
advertisement
advertisement
প্রিন্টারের সাহায্য নোটগুলি স্ক্যান করে নকল নোট ছাপার কাজ করতেন তারা ৷ প্রথমে দেখলে নোটগুলি নিয়ে কারোর সন্দেহ হওয়ার কোনও অবকাশ নেই ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে র্যাকেটে আর কে জড়িত রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2017 12:19 PM IST