বিপুল পদে নিয়োগ করছে রেল ? জেনে নিন সত্যিটা ...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিজ্ঞাপনে আবেদনের শেষ তারিখ ১০ অগাস্ট ২০২০ দেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: অ্যাভেস্ট্রান ইনফোটেক নামের সংস্থা ভারতীয় রেলে চাকরির জন্য একটি বিজ্ঞাপন একটি খবরের কাগজে বেরিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে এই বিজ্ঞাপনটি ভাইরাল হয়ে গিয়েছে ৷ বিজ্ঞাপনে জানানো হয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে ভারতীয় রেল বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে ৷ বিজ্ঞাপনে আবেদনের শেষ তারিখ ১০ অগাস্ট ২০২০ দেওয়া হয়েছে ৷
যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল জুনিয়র সহকারী, বুকিং ক্লার্ক, গেটম্যান, ক্যান্টিন সুপারভাইজার, পিওন, ক্যাবিন ম্যান ও ওয়েল্ডার ৷ বিভিন্ন পে স্কেলে প্রায় ৫২৮৫ পদে নিয়োগের বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞাপনে ৷
এই সমস্ত পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ আবেদনের কী কী যোগ্যতা লাগবে তা বিস্তারিত জানার জন্য অ্যাভেস্ট্রনের ওয়েবসাইটে যেতে হবে ৷ বিজ্ঞাপনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে লেখা আসছে যে পরিষেবা আরও উন্নত করার জন্য কাজ ওয়েবসাইটে কাজ চলছে এবং পেজ ডাউন রয়েছে ৷ শীঘ্রই পেজ কাজ করতে শুরু করবে ৷
advertisement
advertisement
अवेस्ट्रान इन्फोटेक द्वारा भारतीय रेलवे में नौकरियों का एक अखबार का विज्ञापन सोशल मीडिया पर फैलाया जा रहा है#PIBFactCheck: @RailMinIndia ने कथित नोटिस में बताई नौकरियों को आउटसोर्स नहीं किया है, साथ ही योग्यता भी गलत है एवं रेलवे में लिंग के आधार पर कोई भेदभाव नहीं होता है| pic.twitter.com/8mJjLswRK6
— PIB Fact Check (@PIBFactCheck) August 9, 2020
advertisement
তবে রবিবার রেলমন্ত্রক ও পিআইবি ফ্যাক্ট চেক তাদের ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে যে এটি একটি জাল বিজ্ঞাপনটি ৷ এর কোনও সত্যতা নেই ৷ পাশাপাশি বিজ্ঞাপনে যে সমস্ত চাকরি আউটসোর্সিং করা হয়েছে বলে দাবি করা হয়েছে সেগুলি খারিজ করে দিয়েছে রেল ৷ রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই পদগুলি আউটসোর্সিং করা হয়নি ৷ এই বিজ্ঞাপনের সঙ্গে ভারতীয় রেলের কোনও যোগযোগ নেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2020 11:53 AM IST