ফেক আইডিতে ফেসবুকে চ্যাট, সামনে আসতেই স্বামী-স্ত্রী !

আবজ গজব প্রেম কাহিনি ৷ তবে সিনেমার পর্দায় নয় ৷ একেবারে রিয়েল ! ফেসবুক চ্যাট করে, মিলাপের দিনই উড়ল প্রেম, ঘাম ছুটল শরীরে ৷ ভারচুয়াল প্রেমিক-প্রেমিকা, রিয়েল লাইফে স্বামী-স্ত্রী! ব্যাপারটা ঘটল উত্তর প্রদেশের বরেলির কোতবালি এলাকায় ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #লখনউ: আজব গজব প্রেম কাহিনি ৷ তবে সিনেমার পর্দায় নয় ৷ একেবারে রিয়েল ! ফেসবুক চ্যাট করে, মিলাপের দিনই উড়ল প্রেম, ঘাম ছুটল শরীরে ৷ ভারচুয়াল প্রেমিক-প্রেমিকা, রিয়েল লাইফে স্বামী-স্ত্রী! ব্যাপারটা ঘটল উত্তর প্রদেশের বরেলির কোতবালি এলাকায় ৷

    ফেসবুকে নকল প্রোফাইল বানিয়ে চ্যাট করতেন দু’জনেই ৷ প্রথমে বন্ধুত্ব, পরে চ্যাট করতে করতেই প্রেমে পড়েন যুবক-যুবতী ৷ দু’জনের সম্মতি মতোই, সামনা-সামনি দেখা করার প্ল্যান তৈরি হয় ৷ ব্যস, মিলাপের দিনই ঘটল ঘটনা ৷ রেস্তোরাঁয় এসে দু’জনেই জানতে পারেন, আসলে তাঁরা রিয়্যাললাইফ পার্টনার ৷ জানতে পেরেই বচসা শুরু রেস্তোরাঁয় ৷ তারপর জেলে গিয়েই থামলেন যুবতী ৷ সংসার বাঁচাতে আপাতত ফেসবুককে টাটা বাই বাই করলেন বলেরির এই দম্পতি !

    First published:

    Tags: Bareilly, Couple, Facebook, Love Affair, Relationship