উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, এক নজরে এক্সিট পোল
Last Updated:
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল ৷ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে তা নিয়েই গোটা দেশের রাজনৈতিক মহলের নজর
#নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল ৷ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে তা নিয়েই গোটা দেশের রাজনৈতিক মহলের নজর ৷ এরই মাঝে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা ৷ আর সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অখিলেশ যাদব ও রাহুল গান্ধির জুটি অর্থাৎ সপা-কংগ্রেসকে পিছনে ফেলে উত্তর প্রদেশে এগিয়ে যাচ্ছে বিজেপি ৷ এক নজরে দেখে নিন এক্সিট পোল ৷
এক্সিট পোল- বিজেপি+ ১৭৯, সপা ও কংগ্রেস জোট ১৩৬, বিএসপি-৭৭, অন্যান্য ১১
CNN-News18-Gramener-এর এক্সিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি-১৯৩, সপা-কংগ্রেস-১৩৩, বিএসপি-৬৭, অন্যান্য-১০
advertisement
ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি- ১৮৫, সপা ও কংগ্রেস জোট-১২০, বিএসপি-৯০, অন্যান্য ৮
অন্যদিকে টাইমস নাউ-য়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি-১৯০-২১০, সপা ও কংগ্রেস জোট- ১১০-১৩০, বিএসপি ৫৭-৭৪, অন্যান্য-৮
advertisement
এবিপি-র সমীক্ষা অনুযায়ী, বিজেপি- ১৬৪-১৭৬, সপা-কংগ্রেস জোট-১৫৬-১৬৯, বিএসপি-৬০-৭২, অন্যান্য-২-৬
ইন্ডিয়া টিভি- বিজেপি-১৫৫-১৬৭, সপা ও কংগ্রেস জোট-১৩৫-১৪৭, বিএসপি-৮১-৯৩, অন্যান্য-৮-২০
CNN-News18-Gramener-এর এক্সিট পোল অনুযায়ী, মণিপুরে বিজেপি-২৫, কংগ্রেস ২৪, অন্যান্য ১১ ৷ অন্যদিকে উত্তরখন্ডে বিজেপি-৩৮, কংগ্রেস-২৬ অন্যান্য-৬ ৷ গোয়াতে বিজেপি- ১৯, কংগ্রেস-১৪, আপ-৬, অন্যান্য-১
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2017 8:03 PM IST