উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, এক নজরে এক্সিট পোল

Last Updated:

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল ৷ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে তা নিয়েই গোটা দেশের রাজনৈতিক মহলের নজর

#নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল ৷ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে তা নিয়েই গোটা দেশের রাজনৈতিক মহলের নজর ৷ এরই মাঝে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা ৷ আর সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অখিলেশ যাদব ও রাহুল গান্ধির জুটি অর্থাৎ সপা-কংগ্রেসকে পিছনে ফেলে উত্তর প্রদেশে এগিয়ে যাচ্ছে বিজেপি ৷ এক নজরে দেখে নিন এক্সিট পোল ৷
এক্সিট পোল- বিজেপি+ ১৭৯, সপা ও কংগ্রেস জোট ১৩৬, বিএসপি-৭৭, অন্যান্য ১১
CNN-News18-Gramener-এর এক্সিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি-১৯৩, সপা-কংগ্রেস-১৩৩, বিএসপি-৬৭, অন্যান্য-১০
advertisement
cnn
ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি- ১৮৫, সপা ও কংগ্রেস জোট-১২০, বিএসপি-৯০, অন্যান্য ৮
অন্যদিকে টাইমস নাউ-য়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি-১৯০-২১০, সপা ও কংগ্রেস জোট- ১১০-১৩০, বিএসপি ৫৭-৭৪, অন্যান্য-৮
advertisement
এবিপি-র সমীক্ষা অনুযায়ী, বিজেপি- ১৬৪-১৭৬, সপা-কংগ্রেস জোট-১৫৬-১৬৯, বিএসপি-৬০-৭২, অন্যান্য-২-৬
ba8081a7be849ea6c13dec00544e10fa
ইন্ডিয়া টিভি- বিজেপি-১৫৫-১৬৭, সপা ও কংগ্রেস জোট-১৩৫-১৪৭, বিএসপি-৮১-৯৩, অন্যান্য-৮-২০
fddfbb592caf0b361fbfdf94ad71fb2d
CNN-News18-Gramener-এর এক্সিট পোল অনুযায়ী, মণিপুরে বিজেপি-২৫, কংগ্রেস ২৪, অন্যান্য ১১ ৷ অন্যদিকে উত্তরখন্ডে বিজেপি-৩৮, কংগ্রেস-২৬ অন্যান্য-৬ ৷ গোয়াতে বিজেপি- ১৯, কংগ্রেস-১৪, আপ-৬, অন্যান্য-১
advertisement
mani
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, এক নজরে এক্সিট পোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement