#News18IPSOSExitPoll: দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার, ভাল ফল করল NDA

Last Updated:
#নয়াদিল্লি : দেশের মোট লোকসভা ৫৪২ টি আসনে ভোট হয়েছে ৷   ষষ্ঠ দফার ভোটের পর ৪৮৩ টি আসনের ওপর ভিত্তি করে এক্সিট পোল সামনে এসেছে ৷
News18IPSOSE-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৯ লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতেও দারুণ ফল করতে চলেছে NDA৷
তামিলনাড়ুর ৩৯ টি সিটের মধ্যে AIADMK ও BJP জোট পেতে পারে ১৪ থেকে ১৬ টি আসন ৷ এরমধ্যে ADMK বা AIADMK পেতে চলেছে ৮-১০ টি আসন ৷ BJP পেতে পারে ১-২ টি আসন ৷ এদিকে DMK-কংগ্রেস জোট পেতে পারে ২২ থেকে ২৪ টি আসন ৷ এরমধ্যে DMK-র আসন পাওয়ার সম্ভবনা ১২ থেকে ১৪ টি ৷ কংগ্রেস পেতে পারে ৩ -৫ টি আসন ৷
advertisement
advertisement
কর্ণাটকে মোট দু দফায় ভোট হয়েছে ৷ কর্ণাটকে ২৮ টি আসনের মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফায় ১৪ টি করে আসনে ভোট হয়েছে ৷ BJP-প্রথম দফায় ৭ থেকে ৯টি আসন পাওয়ার সম্ভবনা রয়েছে ৷ UPA পেতে পারে ৩-৫ টি আসন ৷ এরমধ্যে কংগ্রেসের কাছে ১-৩ টি আসন যেতে পারে ৷ দ্বিতীয় দফার ভোটে ১৪ টি আসনের মধ্যে ১৩ থেকে ১৪ টি আসন পেতে পারে BJP৷ আর UPA পেতে পারে ১ টি আসন ৷
advertisement
অন্ধ্রপ্রদেশে ২৫ টি আসনের ১০ থেকে ১২ টি আসন পেতে চলেছে TDP৷ কংগ্রেসের ঝোলায় একটিও আসন যাচ্ছে না ৷ YSRCP পেতে পারে ১৩ -১৪ টি আসন ৷ বিজেপি পেতে পারে ১ টি আসন ৷
তেলেঙ্গানার মোট আসন সংখ্যা ১৭ টি ৷ এরমধ্যে TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেতে পারে ১১-১৩ টি আসন ৷ BJP-র ঝোলায় যেতে পারে ১-২ টি আসন ৷ কংগ্রেসের আসনের সংখ্যাও ১-২ র মধ্যে হওয়ার সম্ভবনা ৷
advertisement
দক্ষিণ ভারতের কেরলে অবশ্য বামদের দাপট ৷ তৃতীয় দফার ভোটে ২০ টি আসনে নির্বাচন হয়েছে ৷ বাম ও তার সহযোগি দলগুলি মোট ১১ থেকে ১৩ টি আসন পেতে পারে ৷ এর মধ্যে CPM-র ঝোলায় যেতে পারে সবকটি আসন ৷ এরপর UDF ও কংগ্রেস জোট পেতে পারে৭ থেকে ৯ টি আসন ৷ এরমধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ৪ থেকে ৬ টি আসন ৷ NDA পেতে পারে ১ টি আসন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOSExitPoll: দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার, ভাল ফল করল NDA
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement