Sudip Roy Barman Exclusive: 'আমার সিংহাসন আজ নেই, আমি মানুষের হৃদয়ে আছি' অভিমানী সুদীপের সিংহগর্জন 

Last Updated:

Sudip Roy Barman Exclusive: নতুন মন্ত্রীসভা থেকে তাঁর ভবিষ্যত পরিকল্পনা, অকপটে জবাব দিলেন ত্রিপুরার সুদীপ রায় বর্মণ। 

#আগরতলা: রবিবার আগরতলায় ৫ বিধায়ককে নিয়ে আলাদা কর্মীসভা করলেন। সোমবার অনুপস্থিত থাকলেন দলের সাংগঠনিক বৈঠকে। মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার রদবদলে নাম নেই বিধায়ক সুদীপ রায় বর্মণের (Sudip Roy Barman)। এমনকি তাঁর ঘনিষ্ঠ কেউ মন্ত্রী সভায় স্থান পেলেন না। এরপর কী? একরাশ অভিমান গলায়। তারই মধ্যে বিদ্ধ করতে ভুললেন না দলকে। রইল সুদীপ রায় বর্মণ আনকাট।
‌‌‌
প্রশ্ন - সোমবার বৈঠক ছেড়ে কেন বেরিয়ে এলেন?
বৈঠক শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছ'টায়। শুরু হল সাড়ে সাতটায়। এক ঘন্টা আমি অপেক্ষা করেছি। আমার একটা পারিবারিক কাজ ছিল। মুখ্য সচেতককে বলে তাই আমি চলে আসি৷ আমি শুনেছি বৈঠক শুরু হয় রাত ৮ঃ২০ মিনিটে।
advertisement
প্রশ্ন - রবিবার আগরতলায় আলাদা বৈঠক কেন করলেন?
কর্মীদের মনে বিশাল জ্বালা, যন্ত্রণা, ক্ষোভ তৈরি হয়েছে। আমি ও আমরা ভেবেছিলাম দলের উপর তলায় সবটা বলব।
advertisement
প্রশ্ন - মঙ্গলবার মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে আপনি ও আপনার ঘনিষ্ঠরা অনুপস্থিত কেন?
শুধু ৫ জন বিধায়ক (রবিবার যারা সুদীপের সাথে মিটিং করে) অনুপস্থিত ছিল না৷ সুরজিত দত্ত, অতুল দেববর্মা, পরিমল দেববর্মা-সহ অনেকে অনুপস্থিত ছিল। এটা নিয়ে আমাদের আইসোলেট করার দরকার নেই৷ আমাদের লক্ষ্য একটাই, মানুষের সমস্যা তুলে ধরা। রাজ্যের মানুষ বলতে পারবে তাদের অবস্থা কী। তবে নতুন মন্ত্রীদের শুভেচ্ছা জানাই। জনস্বার্থে কাজ করবেন তাঁরা, এই প্রত্যাশা থাকবে। নতুন সব মন্ত্রীর প্রতি আমার প্রত্যাশা থাকল। ভালো কাজ করলে মানুষের সমর্থন আসবে।
advertisement
প্রশ্ন - আপনার স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর হাতে।
স্বাস্থ্য দফতর যেন বাড়তি বোঝা হয়ে না বসে৷ মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হাতে রেখেছেন শুনেছি। তবে অন্য দফতর উনি কাঁটছাট করতে পারতেন। পূর্ত দফতরে ওঁকে মানায় না। স্বাস্থ্য দফতর অন্য কাউকে দিলে ভালো করতেন৷ ওঁর ভাবা উচিত পরিকাঠামো ও উন্নয়ন কী করে করা যায়। আমি সেটাই প্রত্যাশা করেছিলাম। তবে all the best
advertisement
প্রশ্ন - সুশান্ত চৌধুরী নিয়ে অভিমানী।
ওঁকে তো আমি নিজের হাতে গড়ে তুলেছি৷ আমি ওর রাজনৈতিক পিতা হিসাবে গর্ব বোধ করি৷ আমি খুশি। আমি আপ্লুত। তবে আমি দুঃখ পেয়েছি। ভেবেছিলাম ও একবার আসবে আমার কাছে৷ আমাকে একটা প্রণাম করবে। আমি ওঁর জন্যে একটা কলম কিনে রেখেছিলাম। ভেবেছিলাম ওটা দিয়ে ও স্বাক্ষর করবে।
advertisement
প্রশ্ন - আপনার বিরুদ্ধে কি কোনও চক্রান্ত হচ্ছে?
আমার হয়তো সিংহাসন নেই৷ আমি মানুষের হৃদয়ে আছি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই সুখে থাকুক। সবাই ভালো থাকুক।*
প্রশ্ন - আপনাকে কি বৈঠকে ডাকা হয় না?
আমাকে যখন ডাকা হয়ে তখন আমি যাই। দুব'ছর পরে বি এল সন্তোষ ডেকেছিল। আমি গিয়েছিলাম। আবার ২ বছর পরে আমাকে ডাকল। আমি গিয়েছিলাম। দলে কর্মঠ নেতারা আছেন। পপুলার ফেস, জাঁদরেল সব নেতারা আছে তো!
advertisement
প্রশ্ন - আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? তৃণমূলে যোগ দেবেন?
দেখুন আমাকে নিয়ে কে কী বলল, সেটা তাদের দৃষ্টিকোণ থেকে বলছে, তাতে আমার প্রতিক্রিয়া দেওয়া মানায় না। সামনে ২০২৩ ভোট আসছে। বিজেপির প্রদেশ সভাপতি আছেন। ৩ জন যুব সাধারণ সম্পাদক আছেন। ওনারা যা পলিসি নেবেন তা কার্যকরী করবে দল। আমার একটাই কথা, ভালো পরিবেশে যেন রাজনীতি হয়। হামলা, হুজ্জুতি যেন না হয়৷ গায়ের জোর, পেশির জোর সব সময় সমান থাকে না। আমার অনুরোধ শাসক দলের কাছে, পেশির জোর ব্যবহার করে বেশি দূর যাওয়া যায় না। গণতান্ত্রিক দেশে সবাই সবার পলিসি নিয়ে এগোবে৷ বাধা দিলে সেটা দুর্ভাগ্যজনক হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sudip Roy Barman Exclusive: 'আমার সিংহাসন আজ নেই, আমি মানুষের হৃদয়ে আছি' অভিমানী সুদীপের সিংহগর্জন 
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement