Exclusive Interview | PM Modi: 'মোদিকে তখন কেউ চিনত না, আজ আমাকে জনগণ বোঝেন', ১৪-র কথা তুলে ২৪-এ জয়ের চ্যালেঞ্জ মোদির
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Exclusive Interview | PM Modi: মানিকন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জনগণ আবার "সঠিকভাবে" নির্বাচন করবে তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’
কলকাতাঃ ২০২৪ সালের নির্বাচন নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি। মানিকন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জনগণ আবার “সঠিকভাবে” নির্বাচন করবে তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে, কেউ মোদিকে চিনত না তবুও তাঁরা আমাকে এত বিশাল ম্যান্ডেট দিয়ে ভোটে জিতিয়ে ছিলেন। দশ বছর পরে, তাঁরা মোদিকে কিছুটা দেখেছেন যেমন, চন্দ্রযান মিশনে, আমার সাম্প্রতিক মার্কিন সফরে। এখন যেহেতু তাঁরা আমাকে ভাল করে চেনেন, আমার কোনও সন্দেহ নেই যে জনগণ আবার সঠিকভাবে নির্বাচন করবেন আমাকে।’ বিজেপি আশা করছে, ২০২৪ সালে একটি ঐতিহাসিক ম্যান্ডেটের তাঁরা পাবে।
advertisement
advertisement
বিজেপি মনে করে ২০১৪ সালের তুলনায় ২০১৯ সালে আরও বড় ম্যান্ডেটে মোদি-নেতৃত্বাধীন সরকারকে মানুষ ফিরিয়ে এনেছিল। পরবর্তীকালে, দেশের সাফল্যে যেমন চন্দ্রযান-৩ মিশন, আদিত্য এলআই মিশন, G20 প্রেসিডেন্সি এবং অন্যান্য দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফল বিদেশী সফর বড় অবদান রেখেছে। সংক্ষেপে, বিশ্ব মঞ্চে ভারতের জমি তৈরি করতে সফল প্রধানমন্ত্রী। বিজেপি মনে করে এই কারণেই মানুষ ‘India’-এর মতো অস্থিতিশীল জোটকে বিশ্বাস করবে না।
advertisement
প্রধানমন্ত্রী তাঁর সাক্ষাত্কারে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকারের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মানিকন্ট্রোলকে বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি সম্মান যে জনগণ আমাদের উপর অভূতপূর্ব আস্থা রেখেছে। তাঁরা আমাদের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট দিয়েছে একবার নয়, দুবার জিতিয়ে এনেছেন। প্রথম ম্যান্ডেট ছিল প্রতিশ্রুতি সম্পর্কে। দ্বিতীয়, এমনকী আরও বড় ম্যান্ডেট ছিল কর্মক্ষমতা এবং দেশের জন্য আমাদের ভবিষ্যত পরিকল্পনার উপরে দাঁড়িয়ে।’
advertisement
তিনি আরও বলেন, ‘এই রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, অন্য প্রতিটি সেক্টর গভীর কাঠামোগত সংস্কার দেখতে পারে। অর্থনীতি, শিক্ষা, সামাজিক ক্ষমতায়ন, ওয়েলফেরায় ডেলিভারি – আমি এমন ক্ষেত্রে উল্লেখ করতে পারি যেগুলি সংস্কার দেখেছে।”
advertisement
আরও পড়ুনঃ ভারতের বৃদ্ধি বিশ্বকে উন্নত করবে; আগামী দিনের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা জানালেন প্রধানমন্ত্রী
মোদির অধীনে দেশ সঠিক পথে রয়েছে। তা বজায় রাখতে বিজেপি দেশের অর্থনৈতিক বৃদ্ধি, নিম্ন মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্য হ্রাসের উপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সাক্ষাত্কারে বলেছেন যে, প্রথম থেকে তাঁরা কীভাবে ভারতে মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির স্তরের চেয়ে কম থাকে সেটির উপর নজর দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 5:17 PM IST