OROP ইস্যুতে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সেনাকর্মী, কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের
Last Updated:
এক পদ এক পেনশন চালু করার দাবিতে দিল্লির যন্তরমন্তরে আত্মঘাতী হলেন আন্দোলনরত অবসরপ্রাপ্ত সেনাকর্মী ৷ সত্তরোর্ধ্ব ওই সেনাকর্মীর নাম রাম কিষাণ গ্রেওয়াল ৷
#নয়াদিল্লি: এক পদ এক পেনশন চালু করার দাবিতে দিল্লির যন্তরমন্তরে আত্মঘাতী হলেন আন্দোলনরত অবসরপ্রাপ্ত সেনাকর্মী ৷ সত্তরোর্ধ্ব ওই সেনাকর্মীর নাম রাম কিষাণ গ্রেওয়াল ৷ OROP ইস্যুতে সরকারি গড়িমসির প্রতিবাদ জানাতে গিয়ে আত্মঘাতী হন তিনি ৷
মৃত সেনাকর্মীর পরিচিতরা জানিয়েছেন, সরকারী প্রতিশ্রুতি পাওয়ার পরও এক পদ এক পেনশন চালু না হওয়ায় অবসাদে ভুগছিলেন রাম কিষাণ গ্রেওয়াল ৷ তাঁর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটেও তিনি সরকারি গড়িমসিকেই তাঁর আত্মহত্যার জন্য দায়ী করেছেন ৷ একইসঙ্গে তিনি সুইসাইড নোটে উল্লেখ করেছেন, তাঁর এই পদক্ষেপের পরে হয়ত সরকার অবসারপ্রাপ্ত সেনা জওয়ানদের কথা একটু যত্ন সহকারে ভাববে ৷ মৃত সেনাকর্মীর আশা, এরপর হয়ত অবস্থার পরিবর্তন ঘটবে ৷
advertisement
গত একবছর ধরে OROP নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন রাম কিষাণ ৷ বুধবারও বাকি প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যন্তরমন্তরে ধর্ণায় সামিল হয়েছিলেন তিনি ৷ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেওয়ারও কথা ছিল তাদের ৷ কিন্তু তার আগেই বুধবার জহরভবনের পিছনের বারান্দায় বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি ৷
advertisement
এই ঘটনায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদি সরকারকেই দায়ী করেছেন ৷ কেন্দ্রকে তীব্র আক্রমণ করে কেজরিওয়াল এদিন নিজের ক্ষোভ প্রকাশ করেন ট্যুইটারে ৷ বলেন, সীমান্তে জওয়ানরা দেশের জন্য লড়াই করছেন এবং দেশের মধ্যে নিজেদের অধিকারের জন্যেও তাদের লড়তে হচ্ছে ৷ প্রাক্তন সেনাকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজধানীর মুখ্যমন্ত্রী ৷
advertisement
V sad. Soldiers fighting on border against external enemy n fighting within for their rights. Whole nation shud stand up for their rights https://t.co/deRYUV9J0y
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 2, 2016
দিওয়ালির দিনই হিমাচল প্রদেশে ইন্দো-চিন বর্ডারে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনের সময়ই এক পদ এক পেনশন -এর প্রতিশ্রুতি পূরণ নিয়ে আশ্বস্ত করেন ৷ এর আগেও অমীমাংসিত এক পেনশন বিতর্ক দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2016 1:42 PM IST