মেজাজ হারিয়ে প্রকাশ্যে দলীয় কর্মীকে সপাটে চড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Last Updated:
আগেও জানুয়ারি মাসে প্রকাশ্যে দলের এক নেতাকে ধাক্কা দিয়েছিলেন তিনি
#বেঙ্গালুরু: সারি সারি ক্যামেরার সামনেই দলীয় কর্মীকে সপাটে চড় মারলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এই ঘটনার ভিডিও আপাতত ভাইরাল ।
সংবাদ সংস্থা ANI প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে মাইসোর বিমানবন্দরে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সিদ্দারামাইয়াকে একটি ফোন এগিয়ে দিচ্ছেন ওই দলীয় কর্মী ও তখনই হঠাৎ করে রেগে গিয়ে তাঁকে চড় মারেন সিদ্দারামাইয়া ।
দেখুন সেই ভিডিও...
advertisement
#WATCH: Congress leader and Karnataka's former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019
advertisement
এই মুহূর্তে বন্যা-পরিস্থিতি খতিয়ে দেখতে মাইসোর-কোডাগু সফরে গিয়েছেন সিদ্দারামাইয়া । কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের গ্রেফতারির মধ্যেই এহেন ঘটনায় আরও অস্বস্তিতে কংগ্রেস । এর আগেও জানুয়ারি মাসে প্রকাশ্যে দলের এক নেতাকে ধাক্কা দিয়েছিলেন তিনি । ২০১৬ সালে বেল্লারির বাল্মীকি ভবনে এক আমলাকে চড় মেরেছিলেন ।
Location :
First Published :
September 04, 2019 4:04 PM IST