স্টিংকাণ্ডের তদন্তে সংসদের এথিকস কমিটি
Last Updated:
স্টিং তরজার আঁচ পুর অধিবেশনেও ৷ স্টিংকাণ্ডের তদন্তে সংসদের এথিকস কমিটির কাছে পাঠালেন সুমিত্র মহাজন ৷ স্টিং অপারেশনের ভিডিওটি সামনে আসার পর থেকেই উত্তাল লোকসভা ৷ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড় পদক্ষেপের দাবি জানাল বিরোধীরা ৷ বুধবার লোকসভায় স্টিংকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে ৭টি দল ৷ বিরোধীদের দাবির ভিত্তিতে এদিন এথিকস কমিটিকে তদন্তের নির্দেশ দিল লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন ৷ সোমবার বিজেপি পার্টি অফিসে তৃণমূলের শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ ভিডিওটিতে তৃণমূলের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতাদের ঘুষ নিতে দেখা যায় ৷ এরপর থেকেই প্রবল অস্বস্তিতে শাসকদল ৷
#নয়াদিল্লি: স্টিং তরজার আঁচ লোকসভা অধিবেশনেও ৷ স্টিং অপারেশনের ভিডিওটি সামনে আসার পর থেকেই উত্তাল লোকসভা ৷ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড় পদক্ষেপের দাবি জানাল বিরোধীরা ৷ বুধবার লোকসভায় স্টিংকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে ৭টি দল ৷ বিরোধীদের দাবির ভিত্তিতেই এদিন এথিকস কমিটিকে তদন্তের নির্দেশ দিল লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন ৷ সোমবার বিজেপি পার্টি অফিসে তৃণমূলের শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ ভিডিওটিতে তৃণমূলের বিভিন্ন শীর্ষ নেতাদের ঘুষ নিতে দেখা যায় ৷ এরপর থেকেই প্রবল অস্বস্তিতে শাসকদল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2016 3:54 PM IST