#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছেন সরকার ৷ তবুও এখনও অনেকেই রয়েছেন যাদের আধার কার্ড নেই ৷ আপনারও যদি আধার কার্ড না থাকে তাহলে আর দেরি করবেন না ৷ কারণ আগামী দিনে আধার কার্ড না থাকলে কিন্তু আপনাকেই সমস্যায় পড়তে হবে ৷জানা গিয়েছে, আগামী দিনে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আধারের ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে। এতদিন সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সেই সময়সীমা বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত তা বাড়ানো হয়েছে৷
পেনশন উপভোক্তাদের ক্ষেত্রের কার্যকর হতে চলেছে একই নিয়ম ৷ এমনকি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক ৷ একই সঙ্গে পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমার শেষ দিনও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে । ইপিএফও দফতরের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনেকেই আধার কার্ড পাবেন না ৷ পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যেও সময় লাগবে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AADHAAR, Aadhaar number, Bengali News, Employees Provident Fund Organisation, EPFO, EPFO Extends Deadline For Aadhaar Number