মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ, ইপিএফে সুদের হার কমাল কেন্দ্র
Last Updated:
চাকুরীজীবীদের জন্য দুঃসংবাদ, পিপিএফের পর কমল এবার ইপিএফের সুদের হার
#নয়াদিল্লি: ফের বড়সড় ধাক্কা মধ্যবিত্তদের জন্য ৷ চাকুরিজীবীদের কপালে চিন্তার ভাঁজ ৷ একই অর্থবর্ষে ফের পরিবর্তিত হতে চলেছে ইপিএফে সুদের হার ৷ স্বল্প সঞ্চয়ে, ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের পর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ডেও আবার সুদও কমাল কেন্দ্র ৷
ইপিএফে কমল সুদের হার ৷ ৮.৬৫% থেকে কমে সুদের হার হল ৮.৫৫% ৷ অছি পরিষদের বৈঠকে সুদের হার ০.১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত ৷ এই নিয়ে ২০১৭-এ দু’দফায় সুদ কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার ৷
২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফও-তে সুদের হার ছিল ৮.৮ শতাংশ। ২০১৬-র ডিসেম্বরে সুদের হার কমিয়ে করা হয় ৮.৬৫ ৷ ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে আয় হয়েছে প্রায় ৩৯,০৮৪ কোটি টাকা ৷ ৮.৮ শতাংশ সুদ দিয়ে ইপিএফও ৩৮৩ কোটি টাকার ঘাটতিতে ভুগছে ৷ সেখানে সুদ কমিয়ে ৮.৭ করা হলে সরকারের ঘরে ৬৯.৩৪ টাকা উদ্বৃত্ত থাকত ৷
advertisement
advertisement
বহুদিন ধরেই সুদের হার কমানোর জন্য শ্রমমন্ত্রককে চাপ দিচ্ছিল অর্থমন্ত্রক ৷ শ্রমমন্ত্রক প্রথমে অরাজি হলেও অবশেষে অর্থমন্ত্রকের চাপে ইপিএফে সুদের হার কমাতে সম্মতি দিল ৷ গত বছরই ১৯ ডিসেম্বর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানোর ব্যাপারে আভাস দেয় অর্থমন্ত্রক ৷ ২০১৫-এর সেপ্টেম্বরেই স্বল্প সঞ্চয়ে এবং অক্টোবর-ডিসেম্বর-এ তিনমাসের সুদের হার ০.১ শতাংশ কমায় কেন্দ্র।
advertisement
বারবার ইপিএফে সুদের হার কমানোর পিছনে শ্রমমন্ত্রকের এক আধিকারিক যুক্তি দিয়েছেন, বন্ডের মতো লগ্নি থেকে আয় কমে যাওয়ার ফলে সুদের হার কমানোর কথা ভাবা হয়েছে ৷ গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস বা ইটিএফ লগ্নি করার বিষয়টিকেও এই আয় কমে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে ৷
সুদের হার কমে যাওয়ায় ইপিএফও-এর হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে তাদের আয় দাঁড়াবে ৩৯ হাজার কোটি টাকা ৷ সুদের হার কমে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমজীবি ও চাকুরিজীবীরা ৷ সম্প্রতি স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়েছে কেন্দ্র ৷ এবার অবসরকালীন সঞ্চয়েও কোপ পড়াতে চাকুরীজীবীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2018 7:35 PM IST