'বিদ্রোহী' বিধায়কদের ফেরাতে জেডিএস মন্ত্রীদের ইস্তফা, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
Last Updated:
#বেঙ্গালুরু: চরম সংকটে কংগ্রেস-জেডিএস জোট সরকার । 'বিক্ষুব্ধ' বিধায়কদের মন্ত্রিসভায় ফেরাতে এবার এইচ ডি কুমারস্বামী বাদে ইস্তফা দিয়েছেন জেডিএসের সব মন্ত্রীরাই । কুমারস্বামীর নেতৃত্বে নতুন করে মন্ত্রিসভা তৈরি হবে, এমনই জানিয়েছে কর্ণাটকের সিএমও ।
All ministers from #JDS have submitted their resignations just like the 21 ministers from #Congress.
— CM of Karnataka (@CMofKarnataka) July 8, 2019
Cabinet reshuffle will happen soon.
advertisement
এর আগেই কংগ্রেসের ২১ মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন । ফলে জোট সরকারে সমস্যার সূত্রপাত হয় । যদিও সরকারের কোনও সমস্যা নেই ও খুব শীঘ্রই সমস্ত জট কেটে যাবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ।
advertisement
মূলত বিদ্রোহী বিধায়কদের ফেরাতেই আজ ইস্তফা দিয়েছেন জেডিএসের মন্ত্রীরা । কংগ্রেস পরিষদীয় নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন । পাশাপাশি মন্ত্রীত্ব থেকে আজ ইস্তফা দিয়েছেন নির্দল এইচ নাগেশও।
Location :
First Published :
July 08, 2019 4:27 PM IST