Home /News /national /
'বিদ্রোহী' বিধায়কদের ফেরাতে জেডিএস মন্ত্রীদের ইস্তফা, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

'বিদ্রোহী' বিধায়কদের ফেরাতে জেডিএস মন্ত্রীদের ইস্তফা, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

 • Share this:

  #বেঙ্গালুরু: চরম সংকটে কংগ্রেস-জেডিএস জোট সরকার । 'বিক্ষুব্ধ' বিধায়কদের মন্ত্রিসভায় ফেরাতে এবার এইচ ডি কুমারস্বামী বাদে ইস্তফা দিয়েছেন জেডিএসের সব মন্ত্রীরাই । কুমারস্বামীর নেতৃত্বে  নতুন করে মন্ত্রিসভা তৈরি হবে, এমনই জানিয়েছে কর্ণাটকের সিএমও ।

  এর আগেই কংগ্রেসের ২১ মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন । ফলে জোট সরকারে সমস্যার সূত্রপাত হয় । যদিও সরকারের কোনও সমস্যা নেই ও খুব শীঘ্রই সমস্ত জট কেটে যাবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ।

  মূলত বিদ্রোহী বিধায়কদের ফেরাতেই আজ ইস্তফা দিয়েছেন জেডিএসের মন্ত্রীরা । কংগ্রেস পরিষদীয় নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন । পাশাপাশি মন্ত্রীত্ব থেকে আজ ইস্তফা দিয়েছেন নির্দল এইচ নাগেশও।

  First published:

  Tags: Congress-JDS Alliance, HD Kumaraswamy, Karnakata

  পরবর্তী খবর