#শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা ৷ সোপিয়ানে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে চলছে এনকাউন্টার ৷ নিরাপত্তারক্ষীরা সোপিয়ার ইনাম সাহব এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলেছে ৷ জানা গিয়েছে, একটি বাড়িতে ২-৩ জন জঙ্গি গা ঢাকা দিয়েছে রয়েছে ৷ শুধু তাই নয়, জইশ-এ-মহম্মদের এক শীর্ষ কমান্ডারকেও ঘিরে ফেলেছে সেনারা ৷
নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে চলছে এনকাউন্টার ৷ তবে রাতে বেশ কিছু ঘণ্টার জন্য বন্ধ ছিল গুলির লড়াই ৷ কিন্তু ভোর হতেই ফের নিরাপত্তারক্ষীদের লক্ষ্যে করে হামলা শুরু করে জঙ্গিরা ৷
Jammu & Kashmir: An encounter has started between terrorists and security forces at Imam Sahab area of Shopian. 2-3 terrorists are believed to be trapped in a residential house. More details awaited. pic.twitter.com/zDZdWKGnyd
— ANI (@ANI) March 21, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।