করোনার কারণে শিথিল হল NITs, CFTIs-তে ভর্তির নিয়ম, JEE Main পাশ ছাড়া আর কী লাগবে জানাল কেন্দ্র

Last Updated:

করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের কথা মাথায় রেখে আরও সহজ করা হল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতিকে একের পর এক বোর্ড পরীক্ষা বাতিলের পর এবার বদলে গেল দ্বাদশের পর উচ্চশিক্ষার জন্য ভর্তির যোগ্যতামান ৷ করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের কথা মাথায় রেখে আরও সহজ করা হল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম ৷ বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷
ট্যুইটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাস করলেই হবে। এতদিন NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে JEE মেইন-এ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরও পেতে হত ৷
advertisement
advertisement
advertisement
করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে মাঝপথেই স্থগিত হয়ে যায় সিবিএসসি, আইসিএসসি, আইএসসি ও উচ্চমাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষা ৷ পরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় বাতিল হয়ে যায় বাকি থাকা পরীক্ষা ৷ যে বিষয়ের পরীক্ষা দিতে পেরেছিলেন পড়ুয়ারা, তার উপর ভিত্তি করেই বাকি থাকা বিষয়ের মূল্যায়ন করে প্রকাশ করা হয় রেজাল্ট ৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভর্তি হতে যাতে কোনও অসুবিধা না হয় তাই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (CSAB) ভর্তির যোগ্যতামান শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
করোনার কারণে শিথিল হল NITs, CFTIs-তে ভর্তির নিয়ম, JEE Main পাশ ছাড়া আর কী লাগবে জানাল কেন্দ্র
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement