Assembly Election Results 2021 LIVE Updates: মমতা ম্যাজিকেই বাংলায় কিস্তিমাত, অসমে NDA, কেরলে বামেরা এবং তামিলনাড়ুতে DMK গড়বে সরকার

Last Updated:

নির্বাচন ফলাফল/ বিধানসভা ভোটের ফলাফল / ভোটের রেজাল্ট (Election Results) 2021 Live:পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার ৷

এখন শুধু অপেক্ষা। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। একুশের কুরুক্ষেত্রের জয়ের তিলক কার কপালে পড়বে? জানা যাবে আজই। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হবে রবিবার সকাল থেকে। গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই রাজ্যে ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনের নির্বাচন চলেছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা করা হবে।
গোটা দেশজুড়ে চলছে করোনার ভয়াবহতা ৷ তাই এবার ভোট গণনায় থাকছে বাড়তি সতর্কতা ৷ কোভিড বিধি থেকে নিরাপত্তা। গণনাকেন্দ্রের জন্য ব্লু প্রিন্ট তৈরি কমিশনের। কোভিড রিপোর্ট নেগেটিভ এলে, তবেই গণনাকেন্দ্রে প্রবেশ। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
কমিশনের নির্দেশ, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে অবশ্যই হাতে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার শংসাপত্র । অথবা সরকারিভাবে স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্র থেকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট। নির্দিষ্ট রিপোর্ট দেখিয়ে প্রার্থী বা এজেন্ট গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন। গণনা চলাকালীন গণনা কেন্দ্রের বাইরে কোনও জমায়েত করা যাবে না । কাউন্টিং হল দূরত্ববিধি বজায় রাখার মতো বড় হতে হবে। থাকতে হবে আলো, বাতাস চলাচলের ব্যবস্থা । গণনা কেন্দ্র জীবাণু মুক্ত করতে হবে। সুরক্ষা বিধি মেনে গণনা কেন্দ্রে টেবিল রাখতে হবে । থার্মাল স্ক্যানিং বাধ্যতামূলক। কোনও এজেন্টের রিপোর্ট পজিটিভ হলে তার পরিবর্তে অন্য কাউকে রাখতে পারবেন প্রার্থী । প্রার্থী, কাউন্টিং এজেন্টদের জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড, গ্লাভস রাখতে হবে। বিজয় মিছিল বের করা যাবে না। শংসাপত্র নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন দু'জন।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Results 2021 LIVE Updates: মমতা ম্যাজিকেই বাংলায় কিস্তিমাত, অসমে NDA, কেরলে বামেরা এবং তামিলনাড়ুতে DMK গড়বে সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement