LIVE: লাল দূর্গে ধস, ত্রিপুরায় নিরঙ্কুশ সরকার গড়ছে বিজেপি

Last Updated:

জনগণের সমর্থন পেয়ে টানা ষষ্ঠবারের জন্যে কি সরকার গড়বে বামেরা নাকি ঘটবে রাজনৈতিক পট পরিবর্তন?

#আগড়তলা: গেরুয়া ঝড়ে কী শেষ হতে চলেছে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন? তিন রাজ্যের ভোটগণনার দিকে তাকিয়ে গোটা দেশ। ভোট পরবর্তী সমীক্ষায় ত্রিপুরায় গেরুয়া ঝড়ের আভাস । মেঘালয় ও নাগাল্যান্ডও বিজেপির ভালো ফলের সম্ভাবনা স্পষ্ট হয়েছে সমীক্ষায়।
ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের পর কী এবার গেরুয়া যুগ? এই সম্ভাবনা ঘিরেই এখন আলোড়ন জাতীয় রাজনীতিতে। ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের প্রায় সব ভোট পরবর্তী সমীক্ষায়। এই সম্ভাবনা সত্যি হলে এক ঢিলে অনেক পাখি মারার সুযোগ গেরুয়া শিবিরের সামনে।
২০১৯ এর দিকেই গুরুত্বপূর্ণ এই তিন রাজ্য। প্রথম থেকেই এই তিন রাজ্য দখলে ঝাঁপায় গেরুয়া শিবির। বিশেষত ত্রিপুরা দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রস্তুতি থেকে প্রচার - কিছুতেই খামতি রাখা রাখেননি অমিত শাহরা। তার ফলই মিলতে চলেছে বলে ইঙ্গিত অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষায়। যদিও ভোটারদের প্রভাবিত করতে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে।
advertisement
advertisement
ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার বিজেপির
পূর্বাভাস তিনটি ভোট পরবর্তী সমীক্ষায়
ত্রিপুরায় ৫৯ টি আসনে ভোট হয়
এর মধ্যে ৩০টিরও বেশি আসন পেতে পারে বিজেপি
নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি সরকার গঠনের সম্ভাবনা
মেঘালয়ে ত্রিশঙ্কু সরকারের পূর্বাভাস
ত্রিপুরা ও নাগাল্যান্ড দখলে এলেও বিজেপির সামনে তৈরি হবে বেশ কয়েকটি সম্ভাবনা। ২০১৯ এর লোকসভার দিকে তাকিয়ে তা কাজে লাগাতে পারবে গেরুয়া শিবির। শনিবার ভোটগণণার পরই যার প্রভাব জাতীয় রাজনীতিতে স্পষ্ট হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
advertisement
উত্তরপূর্বে অসম ও অরুণাচলে পদ্ম ফুটেছে। মণিপুরে শূন্য থেকে শুরু করে কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। এই তিন রাজ্যে ভালো ফল হলে বিজেপির সামনে শক্তিপরীক্ষা। কংগ্রেসের কাছে জল মাপার সুযোগ। তাই উত্তর পূর্বের তিন রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ।
বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: লাল দূর্গে ধস, ত্রিপুরায় নিরঙ্কুশ সরকার গড়ছে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement