Bihar Assembly Elections 2025: বিহারে ভোট কবে? আজ নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন

Last Updated:

বিহারের অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে যাতে ছট পুজোর পরেই বিহারে ভোটগ্রহণ পর্ব শুরু হয়৷

News18
News18
আজই বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন৷ বিকেল চারটের সময় বিহার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার কথা৷
এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ২২ নভেম্বরের আগেই বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হবে৷ কারণ ২২ নভেম্বরই বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷
তবে বিহারের অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে যাতে ছট পুজোর পরেই বিহারে ভোটগ্রহণ পর্ব শুরু হয়৷ অক্টোবরের শেষ দিকেই ছট পুজো পালিত হবে৷ সম্ভবত তার পরেই বিহারের ভোটগ্রহণ শুরু হতে পারে৷
advertisement
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিহারে প্রতিটি বুথে সর্বোচ্চ ভোটার সংখ্যা ১২০০-তে বেঁধে রাখা হয়েছে৷ এর পাশাপাশি বিহারের বিধানসভা নির্বাচন থেকেই প্রথমবার ইভিএম-এ প্রার্থীদের নামের পাশে তাঁদের রঙিন ছবিও থাকবে৷
বিহারে ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে৷ যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, আইন মেনেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections 2025: বিহারে ভোট কবে? আজ নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement