ভোটের আগে আয়কর হানা, নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ কমিশনের

Last Updated:

সিবিডিটি চেয়ারম্যান ও রাজস্ব বিভাগের সচিবকে তলব নির্বাচন কমিশনের

#নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে নির্বাচন ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশজুড়ে কড়া নজর নির্বাচন কমিশনের ৷ মধ্যপ্রদেশ ও দিল্লিতে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে আয়কর হানার বিস্তারিত তথ্য চেয়ে সিবিডিটি চেয়ারম্যান ও রাজস্ব বিভাগের সচিবকে তলব নির্বাচন কমিশনের ৷ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ৷
বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের চাপে ফেলতে চাইছে মোদি ও তার গেরুয়া সরকার ৷ সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার কমিশন রাজস্ব সচিব এবি পান্ডে ও সিবিডিটির অধ্যক্ষকে হাজিরা দিতে তলব করে ৷ এদিনের বৈঠকে সম্প্রতি দিল্লি ও মধ্যপ্রদেশে কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে কমিশন ভোটের মুখে এই ধরনের পদক্ষেপ ও অভিযান নিয়ে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছে ৷ জবাবে সিবিডিটি চেয়ারম্যান ও রাজস্ব বিভাগের সচিব নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন ৷
advertisement
উল্লেখ্য, রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানার ইস্যু নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ শুধু মধ্যপ্রদেশ নয়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুতে কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ৷ এরপরই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে প্রভাবিত করার অভিযোগ তোলে কংগ্রেস ৷ ইতিমধ্যেই আয়কর বিভাগকে কমিশন নির্দেশিকা জারি করে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের আগে আয়কর হানা, নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ কমিশনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement