কমিশনের বদলি নীতিতে অপসারিত একঝাঁক সরকারি আধিকারিক

Last Updated:

বিধানসভা নির্বাচনের আগে তিন আইএস ও চার আইপিএস অফিসার সহ একঝাঁক অফিসারকে বদলির নির্দেশ দিল কমিশন । নির্বাচন কমিশনের নির্দেশে সরলেন দু’জন এসডিপিও এবং এক জন এসডিও। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই নির্বাচনী অফিসারকেও। ২৪ আইসি, ওসি-সহ সব মিলিয়ে বদলি হয়েছেন ৩৫ জন অফিসার ।

#নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে তিন আইএস ও চার আইপিএস অফিসার সহ একঝাঁক অফিসারকে বদলির নির্দেশ দিল কমিশন । নির্বাচন কমিশনের নির্দেশে সরলেন দু’জন এসডিপিও এবং এক জন এসডিও। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই নির্বাচনী অফিসারকেও। ২৪ আইসি, ওসি-সহ সব মিলিয়ে বদলি হয়েছেন ৩৫ জন অফিসার ।
সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এবার কড়া কমিশন। চলতি সপ্তাহেই কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে কমিশনের তোপের মুখে পড়েন বেশ কয়েকটি জেলার এসপি ও জেলাশাসকরা। মঙ্গলবারের বৈঠকেই ইঙ্গিতটা দিয়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জৈদী ৷ তাঁর ইঙ্গিত মতোই দু’দিনের মাথায় বদলি করা হল আইপিএস, আইএএস সহ একঝাঁক সরকারি আধিকারিককে। আইপিএস, আইএএস থেকে রয়েছেন ওসি পদমর্যাদার আধিকারিকদেরও নাম রয়েছে বদলির তালিকায় ।
advertisement
মালদার এসপি ওয়াকার রেজার জায়গায় এলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ দঃ দিনাজপুরের এসপি রশিদ মুনির খানের বদলে এলেন অর্ণব ঘোষ ৷ সিসারাম ঝাঝারিয়া এলেন নদিয়ার এসপি ভাস্কর চট্টোপাধ্যায় ৷ বর্ধমানের এসপি গৌরব শর্মার বদলির পর তাঁর স্থানে আসছেন কুণাল আগরওয়াল ৷ কমিশনের নির্দেশে সরতে হয়েছে ৩ আইএএস অফিসারকেও। পক্ষপাত দুষ্টতার অভিযোগে হুগলির জেলাশাসক সঞ্জয় বনসলকে বদলির চিঠি পাঠিয়েছে কমিশন ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও বদলি হন তিনি ৷ কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার (ডিইও)কেও বদলি করা হয়েছে ৷ এছাড়াও অন্য কয়েকটি পদ থেকে বেশ কয়েকজন সরকারি কর্মীকে সরিয়ে দিয়েছে কমিশন। মালদার এসডিও নন্দিনী সরস্বতী ও কান্দি-বনগাঁর এসডিপিও-য়ের উপরেও নেমেছে বদলির খাঁড়া ৷ কমিশনের বদলির নির্দেশে নজিরবিহীনভাবে প্রশাসনের উঁচু থেকে নিচু তলায় ঘটেছে রদবদল ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কমিশনের বদলি নীতিতে অপসারিত একঝাঁক সরকারি আধিকারিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement