কমিশনের বদলি নীতিতে অপসারিত একঝাঁক সরকারি আধিকারিক
Last Updated:
বিধানসভা নির্বাচনের আগে তিন আইএস ও চার আইপিএস অফিসার সহ একঝাঁক অফিসারকে বদলির নির্দেশ দিল কমিশন । নির্বাচন কমিশনের নির্দেশে সরলেন দু’জন এসডিপিও এবং এক জন এসডিও। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই নির্বাচনী অফিসারকেও। ২৪ আইসি, ওসি-সহ সব মিলিয়ে বদলি হয়েছেন ৩৫ জন অফিসার ।
#নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগে তিন আইএস ও চার আইপিএস অফিসার সহ একঝাঁক অফিসারকে বদলির নির্দেশ দিল কমিশন । নির্বাচন কমিশনের নির্দেশে সরলেন দু’জন এসডিপিও এবং এক জন এসডিও। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই নির্বাচনী অফিসারকেও। ২৪ আইসি, ওসি-সহ সব মিলিয়ে বদলি হয়েছেন ৩৫ জন অফিসার ।
সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এবার কড়া কমিশন। চলতি সপ্তাহেই কলকাতায় এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে কমিশনের তোপের মুখে পড়েন বেশ কয়েকটি জেলার এসপি ও জেলাশাসকরা। মঙ্গলবারের বৈঠকেই ইঙ্গিতটা দিয়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জৈদী ৷ তাঁর ইঙ্গিত মতোই দু’দিনের মাথায় বদলি করা হল আইপিএস, আইএএস সহ একঝাঁক সরকারি আধিকারিককে। আইপিএস, আইএএস থেকে রয়েছেন ওসি পদমর্যাদার আধিকারিকদেরও নাম রয়েছে বদলির তালিকায় ।
advertisement
মালদার এসপি ওয়াকার রেজার জায়গায় এলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ দঃ দিনাজপুরের এসপি রশিদ মুনির খানের বদলে এলেন অর্ণব ঘোষ ৷ সিসারাম ঝাঝারিয়া এলেন নদিয়ার এসপি ভাস্কর চট্টোপাধ্যায় ৷ বর্ধমানের এসপি গৌরব শর্মার বদলির পর তাঁর স্থানে আসছেন কুণাল আগরওয়াল ৷ কমিশনের নির্দেশে সরতে হয়েছে ৩ আইএএস অফিসারকেও। পক্ষপাত দুষ্টতার অভিযোগে হুগলির জেলাশাসক সঞ্জয় বনসলকে বদলির চিঠি পাঠিয়েছে কমিশন ৷ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও বদলি হন তিনি ৷ কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার (ডিইও)কেও বদলি করা হয়েছে ৷ এছাড়াও অন্য কয়েকটি পদ থেকে বেশ কয়েকজন সরকারি কর্মীকে সরিয়ে দিয়েছে কমিশন। মালদার এসডিও নন্দিনী সরস্বতী ও কান্দি-বনগাঁর এসডিপিও-য়ের উপরেও নেমেছে বদলির খাঁড়া ৷ কমিশনের বদলির নির্দেশে নজিরবিহীনভাবে প্রশাসনের উঁচু থেকে নিচু তলায় ঘটেছে রদবদল ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2016 10:18 AM IST