Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
এবার বিহারে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ৷ তাঁদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১৪ লক্ষ৷
নয়াদিল্লি: বিহারের বিধানসভায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ৬ এবং ১১ নভেম্বর দু দফায় ভোটগ্রহণ হবে বিহারে৷ ভোট গণনা হবে ১৪ নভেম্বর৷ এ দিন এমনই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷
বিহারে মোট বিধানসভা কেন্দ্র ২৪৩টি৷ এর মধ্যে এসসি তালিকাভুক্ত আসন ৩৮টি, এসটি তালিকাভুক্ত ২টি আসন রয়েছে৷ এবার বিহারে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ৷ তাঁদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১৪ লক্ষ৷
বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই দেশের ৮টি কেন্দ্রে উপনির্বাচন হবে৷ আগামী ১১ নভেম্বর এই উপনির্বাচনগুলির ভোট গ্রহণ করাবে কমিশন৷ ১৬ নভেম্বরের মধ্যে বিহারের ভোট প্রক্রিয়া শেষ করা হবে৷
advertisement
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিহারের প্রতিটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার ভোট দেবেন৷ মোট ৯০,৭১২টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে৷
ভোটগ্রহণ পর্বে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী৷ কোনও ধরনের হিংসাত্মক ঘটনাকেই কমিশন বরদাস্ত করবে না বলেও জানিয়েছেন জ্ঞানেশ কুমার৷
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, বিহারের ভোটেই এবার প্রথম বার এমন ১৭টি পদক্ষেপ করছে কমিশন, যা আগামী দিনে দেশের অন্যান্য নির্বাচনেও প্রয়োগ করা হবে৷ সব বুথ লেভেল এজেন্টদের ট্রেনিং দিল্লিতে ট্রিপলআইডিএমে হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থাও করবে কমিশন৷ রাজনৈতিক দলগুলির শিবির এবার ভোটগ্রহণ কেন্দ্রের থেকে ১০০ মিটার দূরে থাকবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 4:43 PM IST