#নয়াদিল্লি : কোন পরিবর্তন না হলে, আগামী শুক্রবার রাজ্যে আসছেন কে কে শর্মা। কে কে শর্মা রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
কলকাতায় শর্মার আসন্ন সফরকে ঘিরে প্রস্তুুতি শুরু করে দিল সিইও র দফতর । কলকাতায় বেদী ভবনের সরকারি অতিথি শালায় থাকতে পারেন তিনি। কলকাতায় এসে পুলিশ প্রশাসন ও কমিশনের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কমিশন সূত্রে খবর, গতকাল, কমিশনের ঘোষনার পরেই, রাজ্যে সিইওর দফতরের সঙ্গে কথা বলেছেন শর্মা। সেখানেই কলকাতায় তার বৈঠকের বিষয়ে নিদৃষ্ট ভাবে সিইওর দফতরকে জানিয়ে দেওয়া হয়। কলকাতায় বৈঠকে গত ৩১ শে জানুয়ারি থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত সব রিপোর্ট, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, স্পর্শকাতর বুথের নিরাপত্তা ও বাহিনী মোতায়েন সংক্রান্ত রিপোর্ট তৈরি রাখতে সিইওকে অনুরোধ করেছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BattleOf2019election, Delhi, Elections 2019, ElectionsWithNews18, Lok Sabha elections 2019, West bengal, West Bengal Lok Sabha Elections 2019