হয় রক্ষা করো, নয় ধ্বংস করে দাও ! তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি

Last Updated:

ইফেল টাওয়ারের থেকেও সুন্দর তাজমহল ! পৃথিবীর সপ্তম আশ্চর্যকে চাক্ষুষ করতে বিদেশি পর্যটকদেরও আনাগোনা যথেষ্ট ৷ যার মাধ্যমে ভারতে বিদেশি মুদ্রা আয়ের পরিমাণও বাড়ছে ৷

#নয়াদিল্লি: আইফেল টাওয়ারের থেকেও সুন্দর তাজমহল ! পৃথিবীর সপ্তম আশ্চর্যকে চাক্ষুষ করতে বিদেশি পর্যটকদেরও আনাগোনা যথেষ্ট ৷ যার মাধ্যমে ভারতে বিদেশি মুদ্রা আয়ের পরিমাণও বাড়ছে ৷ কিন্তু সেই তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়েই দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলা প্রসঙ্গেই  সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র ৷ বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চের মন্তব্য, ‘হয় তাজমহল বন্ধ করা হোক, অথবা এটিকে পুরোপুরি ধ্বংস করে নতুন করে পুনরূদ্ধার করা হোক ৷’
তাজমহলের রক্ষণাবেক্ষণের প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে ৷ পাশাপাশি তাজমহলের সংরক্ষণ এবং সুরক্ষার জন্য ভিশন ডকুমেন্টস পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারকেও তিরস্কার করেন বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তা ৷
advertisement
বিচারপতিদের দাবি, ‘৮০ মিলিয়ন দূরে অবস্থিত আইফেল টাওয়ার দেখতে যাওয়ার কি প্রয়োজন ? ওটা তো একটা টিভি টাওয়ারের মতই ৷ তার চেয়ে অনেক কাছে রয়েছে তাজমহল এবং আইফেল টাওয়ারের থেকেও অনেক বেশি সুন্দর ৷ এতে ভারতর অর্থনৈতিক ব্যবস্থারও উন্নতি হয় ৷ কিন্তু তাজমহলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অলসতা দেখাচ্ছে কেন্দ্র ৷’ এনিয়েই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র ৷
advertisement
বিচারপতিদের মন্তব্য, তাজমহল দর্শন করতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন ৷ এতে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয় ৷ কিন্তু তাজমহলের সুরক্ষা নিয়েই কেন এথ আলস্য কেন্দ্রের ?
আগামী ৩১ জুলাই থেকে তাজমহলের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রতিদিন শুনানি হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
কেন্দ্রের পক্ষ থেকে বেঞ্চকে জানানো হয়, আইআইটি কানপুর তাজমহলের ভিতরে ও আশপাশের বায়ু দূষণের স্তর পরীক্ষা করছে। চার মাসে রিপোর্ট দেবে তারা । অন্যদিকে, তাজমহলকে বাঁচাতে কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়েছে এবং আর কী করা দরকার তা বিস্তারিত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বেঞ্চ ।
বাংলা খবর/ খবর/দেশ/
হয় রক্ষা করো, নয় ধ্বংস করে দাও ! তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement