Eid Milad-un-Nabi 2021: ইদ মিলাদ-উন-নবি উপলক্ষ্যে দেশবাসীকে ট্যুইটে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
President Kovind, PM Modi Wish People on Prophet Muhammad's Birthday: নবি দিবসকে অনেকেই বলে থাকেন ‘ফতেহা দোয়াজ দহম’ (Fateha Doaz Daham)। আবার এই দিনটি ইদ-ই-মিলাদ-উন নবি (Eid-E-Milad-Un-Nabi2021) হিসেবেও পালিত হয়।
নয়াদিল্লি: ইসলাম ধর্মে ইদ মিলাদ-উন-নবি একটি বিশেষ উৎসব। এই দিনটি হজরত মহম্মদের জন্ম দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি বিশ্ব নবি দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা দেশে। নবি দিবসকে অনেকেই বলে থাকেন ‘ফতেহা দোয়াজ দহম’ (Fateha Doaz Daham)। আবার এই দিনটি ইদ ই-মিলাদ-উন নবি (Eid-E-Milad-Un-Nabi2021) হিসেবেও পালিত হয়।
Good wishes to all fellow citizens, especially to our Muslim brothers & sisters on Eid-e-Milad-un-Nabi, the birthday of Prophet Muhammad. Let us take inspiration from Prophet’s life & ideals and work for the prosperity of society and promotion of peace & harmony in the country.
— President of India (@rashtrapatibhvn) October 19, 2021
advertisement
advertisement
Milad-un-Nabi greetings. Let there be peace and prosperity all around. May the virtues of kindness and brotherhood always prevail. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 19, 2021
ইদ ই-মিলাদ উন নবি উপলক্ষ্যে এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইটারে কোবিন্দ লেখেন, ‘‘শুভেচ্ছা দেশবাসীকে ৷ বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোনেদের ৷ আজ ইদ ই-মিলাদ-উন-নবি, প্রফেট মহম্মদের জন্মদিন ৷ মহম্মদের জীবন এবং আদর্শ অনুসরণ করা উচিৎ আমাদের ৷ সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই কাজ ৷’’
advertisement
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, ‘‘মিলাদ-উন-নবির শুভেচ্ছা ৷ শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন ৷ দয়া এবং ভাতৃত্ববন্ধন বজায় থাকুক ৷ ইদ মুবারক !’’
ভারতজুড়ে আজ ইদ মিলাদ পালিত হচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধে পর্যন্ত নবি দিবসের সময়সীমা।
আরবী ভাষায় 'ফতেহা' শব্দের অর্থ মোনাজাত, দোয়া বা প্রার্থনা ৷ 'দোয়াজ দাহাম' শব্দবন্ধের অর্থ বারো ৷ অর্থাত্ 'ফতেহা দোয়াজ দাহাম'- এর অর্থ একত্রে ১২-র প্রার্থনা ৷ এই বারো আসলে আরবি মাস 'রবিউল আউয়াল'- র ১২ তারিখ, যেদিন বিশ্ব নবি হজরত মহম্মদ জন্ম গ্রহণ করেছিলেন ৷ তাই ফাতেহা দোয়াজ দাহাম আসলে বিশ্ব 'নবির জন্মদিবস, সেই উপলক্ষ্যে দোয়া প্রার্থনা করা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2021 10:45 AM IST