Bhupesh Baghel: বিরাট মদ কেলেঙ্কারি, সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি হানা! ছেলেকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গেই জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালায়৷
ভিলাই: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা ৷ ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গেই জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালায়৷ শুক্রবার সকালে ছত্তিশগড়ের ভিলাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালায় ইডি। ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে টুইটারে একের পর এক পোস্ট শেয়ার করেছেন ভূপেশ।
मोदी-शाह ने अपने मालिक को खुश करने के लिए आज फिर से ED को भेजा है. pic.twitter.com/1cQ3nuC8ix
— Bhupesh Baghel (@bhupeshbaghel) July 18, 2025
advertisement
ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে একটি বড় তথ্য আসে। তদন্তে জানা গিয়েছে রাজ্যে একটি সংঘবদ্ধ মদ সিন্ডিকেট কাজ করছিল, যার মধ্যে আনোয়ার ঢেবর, অনিল টুটেজা এবং আরও অনেকে ছিলেন। এই কেলেঙ্কারির ফলে প্রায় ২১৬১ কোটি টাকার অবৈধ আয় হয়েছে। ইডির তদন্তে আরও জানা গিয়েছে, তৎকালীন আবগারি মন্ত্রীকে এই কেলেঙ্কারি থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ নগদ টাকা দেওয়া হত।
advertisement

এই মামলায়, ইডি এখন পর্যন্ত প্রায় ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তদন্ত এখনও চলছে এবং আরও বড় নাম এতে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 1:18 PM IST