• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রাজ্যবাসীর জন্য সুখবর, পুজোয় বাংলার জন্য রেলের বিশেষ উপহার

রাজ্যবাসীর জন্য সুখবর, পুজোয় বাংলার জন্য রেলের বিশেষ উপহার

রাজ্যবাসীর জন্য সুখবর, পুজোয় বাংলার জন্য রেলের বিশেষ উপহার

রাজ্যবাসীর জন্য সুখবর, পুজোয় বাংলার জন্য রেলের বিশেষ উপহার

রাজ্যবাসীর জন্য সুখবর, পুজোয় বাংলার জন্য রেলের বিশেষ উপহার

 • Share this:

  #কলকাতা: পুজোর লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার সাধ ৷ অথচ ট্রেনের টিকিট না পাওয়া যাওয়ায় সবটাই মাটি ৷ এই দুঃখের দিন এবার শেষ ৷ পুজোয় রাজ্যবাসীর ঘুরতে যাওয়ার সাধ পূরণের লক্ষ্যে একশোরও বেশি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷

  পুজোয় অতিরিক্ত চাহিদা সামলাতে আরও ভালো যাত্রী পরিষেবার উদ্দেশ্যে ১০৬টি স্পেশাল ট্রেন চালাবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১০৬টি পুজো স্পেশাল ট্রেনে মোট ৭৭, ৭৭২টি বার্থ থাকবে ৷ এছাড়া আরও ৪,৩২০টি আসনেরও টিকিট পাওয়া যাবে ৷

  এই ১০৬টি ট্রেনের মধ্যে কলকাতা ও লখনউ রুটে চলবে ১৮ জোড়া ট্রেন ৷ শিয়ালদহ- আজমেঢ় রুটে চালানো হবে ১২ জোড়া ট্রেন ৷ শিয়ালদহ-আনন্দবিহারের মধ্যে চলবে ১২ জোড়া ট্রেন ৷ হাওড়া-রক্সৌল ১৪ জোড়া ৷ কলকাতা-ছপরা রুটে চলবে আরও ১৪ জোড়া ট্রেন ৷ আসানসোল-পটনা রুটে চালানো হবে দশ জোড়া ট্রেন ৷ হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের জন্য থাকবে ১২ জোড়া ট্রেন ৷ মালদহ টাউন ও হরিদ্বার রুটে চলবে ১৪ জোড়া ট্রেন ৷

  এর ফলে পুজোয় ট্রেনের বুকিং পেতে আর কোনও সমস্যা রইল না ৷ এবার ঝটপট কেটে ফেলুন টিকিট আর জমিয়ে শুরু হোক পুজোর প্ল্যানিং ৷

  First published: