Railway: করমণ্ডলের ভুল যেন আর না হয়, স্টেশন মাস্টারদের বড় নির্দেশ পূর্ব রেলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সম্প্রতি স্টেশন মাস্টারদের জন্য অ্যালার্ট অ্যাডভাইস জারি করল পূর্ব রেল।একই শিফটে দু'জন স্টেশন মাস্টার থাকলে, একজন প্যানেল দেখবেন।
করমণ্ডলের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে৷ ভুল কোথায়? গাফিলতি কীসে? সেই প্রশ্নের সঠিক উত্তর এখনও অজানা৷ যদিও তদন্তে প্রাথমিক ভাবে উঠে এসেছিল পয়েন্টের গোলমাল। তবে এই ভয়াবহ দূর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল কতৃপক্ষ৷ রেলের অন্দরে আসছে একের পর এক বদল৷ সম্প্রতি স্টেশন মাস্টারদের জন্য অ্যালার্ট অ্যাডভাইস জারি করল পূর্ব রেল।একই শিফটে দু’জন স্টেশন মাস্টার থাকলে, একজন প্যানেল দেখবেন। অপরজন বাধ্যতামূলক ভাবে পয়েন্ট ক্ল্যাপিংয়ের জায়গায় থাকবেন।
লাইন বদলের সময় ক্ল্যাপিং ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে রিপোর্ট দেবেন।আগে একজন প্যানেল দেখতেন, একজন দেখতেন ট্রেন সিগন্যাল রেজিস্টার।এখন থেকে একজনকে কেবিন ছেড়ে পয়েন্টে নজরদারি করতে হবে৷
advertisement
ওড়িশায় ঘটে যাওয়া ভয়ঙ্কর রেল দুর্ঘটনার তদন্ত এখনও চলছে৷ ইতিমধ্যেই বেশ কিছু বিস্ফোরক তথ্য তদন্তে উঠে এসেছে৷ তার মধ্যে অন্যতম হল পয়েন্টের গোলমাল৷ আর সেই গোলমালের পেছনে উঠে এসেছিল, যে পয়েন্টসম্যান দায়িত্বে যিনি ছিলেন, তিনি কোনওভাবে ক্ল্যাপিং করতে ভুলে গিয়েছিলেন৷
advertisement
এই অবস্থায় পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জমা দেওয়া হয়েছে৷ করমণ্ডলের দুর্ঘটনায় ঘটে যাওয়া পয়েন্টের সমস্যাকে মাথায় রেখেই যে বাড়ানো হচ্ছে নজরদারি, তা একরকম স্পষ্ট৷ নোটিফিকেশনে উল্লেখ রয়েছে বারবার রেল দূর্ঘটনা ঘটেছে৷ সেক্ষেত্রে নজরে আসছে পয়েন্টের গোলমাল। সেই কারণেই বাড়তি নজরদারি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 7:04 PM IST