Puri special train: পুরী যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছেন না? চালু হল বিশেষ ট্রেন, জেনে নিন বিস্তারিত
- Published by:Ratnadeep Ray
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Puri special train: অনেকেই ভেবেছিলেন পরিবার নিয়ে একটু পুরী ঘুরে আসবেন, কিন্তু ট্রেনের টিকিট নেই বলে মনখারাপ। নাহ আর মনখারাপের প্রয়োজন নেই, চালু হল স্পেশাল ট্রেন।
কলকাতা: শিয়ালদহ থেকে মালাতিপাতপুর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। অনেকেই ভেবেছিলেন পরিবার নিয়ে একটু পুরী ঘুরে আসবেন, কিন্তু ট্রেনের টিকিট নেই বলে মনখারাপ। নাহ আর মনখারাপের প্রয়োজন নেই পূর্ব রেল আগামী ১৪ই আগস্ট শিয়ালদা থেকে পুরীর নিকটবর্তী একটি স্টেশন মালাতিপাতপুর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালাবে। শুধু মালাতিপাতপুর স্টেশন থেকে পুরী পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে নিতে হবে। মালাতিলাতপুর থেকে পুরীর দুরত্ব মাত্র ৯ কিলোমিটার।
ট্রেনটি আগামী ১৪ আগস্ট অর্থাৎ আগামিকাল থেকেই রাত ১১ট ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং ১৫ তারিখ সকাল ৯টা ৩৫ মিনিটে মালাতিপাতপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস রয়েছে, বলে মধ্যবিত্তদের যেতে কোনও সমস্যাই হবে না, স্লিপার ক্লাসে মোট ১১৫০টি আসন রয়েছে।
advertisement
advertisement
এছাড়াও ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ – পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্ৰক, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড ইত্যাদি স্টেশনে সরাসরি যেতে চান, তারাও এই ট্রেনে চড়তে পারেন। তাই পুরী যেতে অসুবিধা হবে না এই ট্রেনটি চালু হলে। টিকিট কেটে নিন, আর পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে যান।
অন্য দিকে রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি রুটে বিশেষ ট্রেন চালু করছে পূর্ব রেল। ১) ট্রেন নম্বর ০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর ৫ অক্টবর – ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও সোমবার চলবে। ২) ট্রেন নম্বর ০৩১৩২ গোরখপুর – শিয়ালদহ ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার চলবে। ৩) ট্রেন নম্বর ০৩০৪৩ হাওড়া – রক্সউল জংশন ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। ৪) ট্রেন নম্বর ০৩০৪৪ রক্সউল জংশন – হাওড়া ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে। ৫) ট্রেন নম্বর ০৩৪১৭ মালদা টাউন – উদনা জংশন ৬ অক্টবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে। ৬) ট্রেন নম্বর ০৩৪১৮ উদনা জংশন – মালদহ টাউন ৮ অক্টবর থেকে ২৬ নভেম্ব পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ৭) ট্রেন নম্বর ০৩৫৭৫ আসানসোল – আনন্দবিহার টার্মিনাল ৪ অক্টবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। ৮) ট্রেন নম্বর ০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল – আসানসোল ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে।
advertisement
৯) ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দবিহার টার্মিনাল ৭ অক্টবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে। ১০) ট্রেন নম্বর ০৩৪৩৬ আনন্দবিহার টার্মিনাল – মালদহ টাউন ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ছুটবে। ১১) ট্রেন নম্বর ০৩০৪৫ হাওড়া – রক্সউল জংশন ৭ অক্টবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার অবধি চলবে। ১২) ট্রেন নম্বর ০৩০৪৬ রক্সউল জংশন – হাওড়া ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ১৩) ট্রেন নম্বর ০৩১০৯ শিয়ালদহ – ভাদোদরা জংশন ১ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ১৪) ট্রেন নম্বর ০৩১১০ ভাদোদরা জংশন – শিয়ালদহ ৩ অক্টবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে। ১৫) ট্রেন নম্বর ০৩০০৭ হাওড়া – খাতিপুরা ৬ অক্টবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে। ১৬) ট্রেন নম্বর ০৩০০৮ খাতিপুরা – হাওড়া ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ১৭) ট্রেন নম্বর ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা ১ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। ১৮) ট্রেন নম্বর ০৩৫১০ খাতিপুরা – আসানসোল ২ অক্টবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চলবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2024 11:07 AM IST