সাড়ে চার ঘণ্টার মধ্যে আস্ত একটা সাবওয়ে বানিয়ে ফেলল ইস্ট কোস্ট রেলওয়ে

Last Updated:

সাড়ে চার ঘণ্টার মধ্যে আস্ত একটা সাবওয়ে বানিয়ে ফেলল ইস্ট কোস্ট রেলওয়ে

#অন্ধ্রপ্রদেশ: ঘড়ির কাটা চলছে। সময় গড়াচ্ছে! তখন সবে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা। তার মধ্যেই আস্ত একটা সাবওয়ে বানিয়ে ফেলল তাক লাগাল ইস্ট কোস্ট রেলওয়ে। ইন্টারনেটে ভাইরাল সেই কর্মকাণ্ডের ভিডিও!
অনেক দিন ধরেই অন্ধ্রপ্রদেশের পেন্দুরথি এবং কোঠাভালসা এলাকায় রেল লাইনের নীচ দিয়ে একটি সাবওয়ে তৈরির পরিকল্পনা ছিল ইস্ট কোস্ট রেলওয়ের। ২০১৭ সালে সেই মতো অনুমোদনও দিয়েছিল কেন্দ্র। ঠিক হয়েছিল, এই সাবওয়ে হবে প্রায় দেড় মিটার চওড়া।
রেল সূত্রে খবর, কাজটি দ্রুত গতিতে শেষ করার জন্য ১৬টি এক্সক্যাভেটার ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে সাবওয়ে তৈরির জন্য লেগেছে তিনটি হেভি ডিউটি ক্রেন, পাঁচটি ট্রাক, হাজারেরও বেশি বালির বস্তা, ৪টি হাইড্রা মেশিন এবং হেভিওয়েট জ্যাকেট। ৩০০ শ্রমিকের নিরলস পরিশ্রমে এত কম সময়ে কাজটি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এ যেন ম্যাজিক! কীভাবে এত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হল? জানা গিয়েছে, প্রথমে ক্রেনের সাহায্যে রেল ট্র্যাক সরানো হয়। এর পর সঙ্গে দু’পাশের মাটি খোঁড়ার কাজ শুরু করেন শ্রমিকেরা। বক্স এবং বেস প্লেট বসানোর কাজ শুরু হয় একই সঙ্গে। হেভিডিউটি ক্রেন দিয়ে প্রি-ফ্যাব্রিকেটেড বক্স এবং বেস স্ল্যাবগুলি দু’দিক থেকে বসানো হয়। এই রকম ২০টি বক্স বসাতে সময় লেগেছে এক ঘণ্টা। সারফেস তৈরি হয়ে যাওয়ার পর বেস স্ল্যাব বসাতে আরও দেড় ঘণ্টা। এই ভাবেই সাড়ে চার ঘণ্টার মধ্যে গোটা সাবওয়ে তৈরির কাজ শেষ হয়।
advertisement
দেখুন সেই কর্মকাণ্ডের ভিডিও--
বাংলা খবর/ খবর/দেশ/
সাড়ে চার ঘণ্টার মধ্যে আস্ত একটা সাবওয়ে বানিয়ে ফেলল ইস্ট কোস্ট রেলওয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement