Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ গোটা বাংলা, অফিসের ব্যস্ত সময়ে ছড়াল ব্যাপক আতঙ্ক

Last Updated:

Earthquake: বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্প হয়েছে।

কলকাতাঃ বাংলাদেশে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৫.৬। আজ শনিবার সকাল ন’টা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে (বাংলাদেশের সময় ন’টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ) কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাতেও। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গয়েছে ভূমিকম্প। রাজ্যের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর-সহ গোটা রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের টাকি, হিঙ্গলগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও কান্দি-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শনিবার ছুটির সকালে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন স্থানীয় বাসদিন্দারা। মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর বুনিয়াদপুর-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
advertisement
আজ সকালে ভূকম্পন অনুভূত হয়েছে লাদাখ ও তার সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ৩.৪। সকাল আট’টা পঁচিশ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরায়। উল্লেখ্য, বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সব জেলা থেকেই কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ গোটা বাংলা, অফিসের ব্যস্ত সময়ে ছড়াল ব্যাপক আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement