পুজোর আমেজ সুদূর ইউরোপেও, উৎসবের আনন্দে মেতেছেন প্রবাসী বাঙালিরা

Last Updated:
#কলকাতা: কথায় বলে পাঁচজন বাঙালি একজোট হলেই, দুর্গাপুজো অবধারিত। পুজোর আমেজ সুদূর ইউরোপেও। ইংল্যান্ডের উডফোর্টে পুজোর আনন্দে মেতেছেন প্রবাসী বাঙালিরা। বাঙালি সমিতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোয় মাতৃ আরাধনার সঙ্গে চলছে দেদার গল্প, খাওয়া-দাওয়া। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
কলকাতা বা দেশের অন্যান্য শহরের পুজোর পাশাপাশি কিন্তু পিছিয়ে নেই বিদেশের পুজোগুলিও ৷ সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড ৷ সব দেশেই এখন বাঙালি কমিউনিটির কোনও অভাব নেই ৷ তাই ‘কলকাতার পুজো’-কে মিস করলেও পুজোতে জমিয়ে আনন্দ করতে কিন্তু কোনও অংশে পিছিয়ে থাকে না প্রবাসের বাঙালিরাও ৷
দুর্গাপুজো মানে শুধু বাংলা বা ভারতের নয় ৷ গোটা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বাঙালিরা এই সময়েই বিদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসে একট টুকরো বাংলাকে ৷
advertisement
advertisement
কর্মসূত্রে বিদেশ-ভিনরাজ্যে থাকলেও শিকড়ের টান ভোলে না কেউই ৷ তাই শিকড়ের টানেই দুর্গাপুজোর সময় বাড়ি ফেরে বহু জন ৷ কিন্তু যারা ফিরতে পারে না, তারাও পিছিয়ে থাকতে চায় না ৷ দেশের মাটি ছাড়িয়ে ভিনদেশেও তাই বাঙালির উদ্যোগেই চলছে দুর্গাপুজো ৷
শুধু শহর কলকাতা বা গোটা পশ্চিমবাংলা নয় ৷ মুম্বই থেকে চেন্নাই, গুজরাট থেকে বিহার দুর্গাপুজোয় গোটা দেশ সেজে উঠেছে ৷ তবে শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রওনা দিয়েছেন উমা মা ৷
advertisement
তবে কলকাতার মতো চার দিনের পুজো নয় ৷ উইকএন্ডে দু’দিনেই শেষ হয় প্রবাসের দুর্গাপুজো ৷ তবে পুজো হয় শাস্ত্রমতেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুজোর আমেজ সুদূর ইউরোপেও, উৎসবের আনন্দে মেতেছেন প্রবাসী বাঙালিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement