Covid 19 : দু'ঘণ্টার কমের উড়ান পরিষেবায় নয়া নিয়ম, জেনে নিন কী পাবেন, কী পাবেন না...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সরকারি নির্দেশিকা মেনে ১৫ এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুয়ায়ী, এই নিয়ম লাগু হচ্ছে। তবে, দু'ঘণ্টার ঊর্ধ্বের যে কোনও উড়ানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। দু'ঘণ্টার বেশি সময়ের যে কোনও অভ্যন্তরীণ উড়ানে মিলবে ফুড সার্ভিস। এ বিষয়ে টুইট করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
Attention travellers!
To curb the spread of #COVID_19, no meals will be served aboard domestic flights with a flight duration lesser than two hours. #Unite2FightCorona pic.twitter.com/dT4am0YElq — MoCA_GoI (@MoCA_GoI) April 12, 2021
advertisement
advertisement
অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলির জন্য জারি হয়েছে একগুচ্ছ গাইডলাইন -
১. দু'ঘণ্টার বেশি সময়ের উড়ানে প্রি-প্যাকড স্ন্যাক্স ও পানীয়ের পরিষেবা দেওয়া যাবে।
২. বিমানের প্রতিটি ক্লাসেই ইউজ-অ্যান্ড-থ্রো প্লেট, বাটি, চামচ ইত্যাদি ব্যবহার করে খাবার সার্ভ করতে হবে। সাধারণত বিজনেস ক্লাসে কাঁচের ভালো বাসন ব্যবহার করা হয়। কিন্তু করোনা সতর্কতার কারণে তা করা যাবে না।
advertisement
৩. প্রতিবার খাবার সার্ভ ও বাসন সংগ্রহের পর ট্রে পরিষ্কার করে তবেই আবার ব্যবহার করতে হবে।
৪. শুধু খাবারই নয়। চা, কফি, জুস ইত্যাদি পানীয় ইউজ-অ্যান্ড-থ্রো কাপ বা গ্লাসে সার্ভ করতে হবে।
৫. খাবার সার্ভের আগে করোনা বিধির বিষয়ে যাত্রীদের ওয়াকিবহাল করতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2021 12:00 AM IST