Covid 19 : দু'ঘণ্টার কমের উড়ান পরিষেবায় নয়া নিয়ম, জেনে নিন কী পাবেন, কী পাবেন না...

Last Updated:

সরকারি নির্দেশিকা মেনে ১৫ এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুয়ায়ী, এই নিয়ম লাগু হচ্ছে। তবে, দু'ঘণ্টার ঊর্ধ্বের যে কোনও উড়ানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। দু'ঘণ্টার বেশি সময়ের যে কোনও অভ্যন্তরীণ উড়ানে মিলবে ফুড সার্ভিস। এ বিষয়ে টুইট করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
advertisement
advertisement
অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলির জন্য জারি হয়েছে একগুচ্ছ গাইডলাইন -
১. দু'ঘণ্টার বেশি সময়ের উড়ানে প্রি-প্যাকড স্ন্যাক্স ও পানীয়ের পরিষেবা দেওয়া যাবে।
২. বিমানের প্রতিটি ক্লাসেই ইউজ-অ্যান্ড-থ্রো প্লেট, বাটি, চামচ ইত্যাদি ব্যবহার করে খাবার সার্ভ করতে হবে। সাধারণত বিজনেস ক্লাসে কাঁচের ভালো বাসন ব্যবহার করা হয়। কিন্তু করোনা সতর্কতার কারণে তা করা যাবে না।
advertisement
৩. প্রতিবার খাবার সার্ভ ও বাসন সংগ্রহের পর ট্রে পরিষ্কার করে তবেই আবার ব্যবহার করতে হবে।
৪. শুধু খাবারই নয়। চা, কফি, জুস ইত্যাদি পানীয় ইউজ-অ্যান্ড-থ্রো কাপ বা গ্লাসে সার্ভ করতে হবে।
৫. খাবার সার্ভের আগে করোনা বিধির বিষয়ে যাত্রীদের ওয়াকিবহাল করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 : দু'ঘণ্টার কমের উড়ান পরিষেবায় নয়া নিয়ম, জেনে নিন কী পাবেন, কী পাবেন না...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement