#CoronaVirus| করোনা আতঙ্কে বিদেশি এবং NRI-দের তিরুপতিতে যেতে নিষেধ করল মন্দির কর্তৃপক্ষ

Last Updated:

করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জন্যই মন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷

#অমরাবতি: করোনা আতঙ্কে গ্রাস করেছে গোটা দেশকে৷ এবার তিরুপতি মন্দিরে বিদেশি ও  NRIদের যেতে নিষেধ করে দিল মন্দির কর্তৃপক্ষ৷ তিরুপতির মন্দির পরিচালনার দায়িত্ব রয়েছে যে সংস্থা, সেই তিরুমালা তিরুপতি দেবাস্থানমসের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিদেশি পর্যটক এবং NRI-রা মন্দিরে ঢুকতে পারবেন না৷
করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জন্যই মন্দির কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার গভীর রাতে এই ঘোষণা করা হয়৷ হাজার হাজার পুণ্যার্থী তিরুপতি মন্দিরে পুজো দিতে যান৷ তাদের কথা মাথায় রেখে এই ঘোষণা৷ করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে৷ যাতে মন্দির চত্বরে কোনওভাবে এই মারণ রোগ ছড়িয়ে না পড়ে, তাই এই ধরণের সাবধানতা অবলম্বন করছে টিটিডি৷ তবে দেশে ঢোকার ২৮দিন পর নির্দ্বিধায় মন্দিরে ঢুকতে পারবেন বিদেশি পর্যটক ও  NRIরা৷ কারণ এতটা সময় অতিক্রান্ত হলে আর করোনার সংক্রমণের ভয় থাকে না৷
advertisement
মূলত যারা বিদেশ থেকে আসছেন বা বিদেশিদের সংস্পর্ষে আসছেন, তাদের শরীরে এই রোগ বাসা বাঁধছে৷ অর্থাৎ করোনা হওয়ার জন্য বিদেশ যাওয়া-আসার একটি ইতিহাস প্রয়োজন৷ তিরুপতি মন্দিরে যাতে এই রোগ না ছড়ায় তার জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করল কর্তৃপক্ষ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
#CoronaVirus| করোনা আতঙ্কে বিদেশি এবং NRI-দের তিরুপতিতে যেতে নিষেধ করল মন্দির কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement